For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে বাড়ল মৃত্যু, কমল সুস্থতার হার! একনজরে বাংলার বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি

রাজ্যে বাড়ল মৃত্যু, কমল সুস্থতার হার! একনজরে বাংলার বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি

Google Oneindia Bengali News

রাজ্যে লকডাউনের মতোই পরিস্থিতি থাকায় স্বাভাবিক কারণে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা আরও কমেছে। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৪২৮৬। রবিবার তা হয়েছে ৩৯৮৪। গত ২৪ ঘন্টায় ৮৪ জনের মৃত্যু হয়েছে। কমেছে সুস্থতার হার। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭.৭৩ %, সেখানে এদিন সুস্থতার হার ৯৭.৬৪%।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪, ৬১, ২৫৭

সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪, ৬১, ২৫৭

রবিবারে হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৮৪ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪, ৬১, ২৫৭ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭,৬৫১ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪, ২৬, ৭১০ জন। গত ২৪ ঘন্টায় ২, ৪৯৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায়(৪২৬)। তারপরেই রয়েছে কলকাতা (২৪৫)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (১৭৩) এবং দার্জিলিং (১৭২)।

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়, তারপর রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৪২৬ (৪০১) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৫৬ (১১৫), কোচবিহারে ১৭৫ (২০১) , দার্জিলিং ২৩০ (৩২৯), কালিম্পং ২৮ (২৫) , জলপাইগুড়ি ২২২ (২৫৩), উত্তর দিনাজপুরে ৪৩ (৮৫), দক্ষিণ দিনাজপুরে ৫০ ( ৪৮), মালদহ ৪৭ (৩০), মুর্শিদাবাদ ৩৪ (৩৪), নদিয়া ২১৬ (২৮৬), বীরভূম ৪৪ (৩৮), পুরুলিয়া ৭ (৯), বাঁকুড়ায় ১৩৮ (১১৮), ঝাড়গ্রাম ৭৩ (৫৭), পশ্চিম মেদিনীপুর ২৩৭ (১৯৪), পূর্ব মেদিনীপুর ৪১৬ (৩৮৪), পূর্ব বর্ধমান ১২৮ (১১৮), পশ্চিম বর্ধমান ৬২ (৫৫), হাওড়া ২৪৭ (২৭৪), হুগলিতে ২০৩ (২৬৪), উত্তর ২৪ পরগনায় ৫৯৭ (৬৯৩), দক্ষিণ ২৪ পরগনায় ২৬৫ ( ২৭৫) জন আক্রান্ত হয়েছেন।

কমেছে সুস্থতার হার

কমেছে সুস্থতার হার

রবিবার সুস্থতার হার সামান্য কমেছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭.৭৩ %, সেখানে রবিবার সুস্থতার হার ৯৭.৭৪%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.২৬%। সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.২৬ %-এ।

মৃত্যু হয়েছে ৮৪ জনের

মৃত্যু হয়েছে ৮৪ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮৪ জনের। শনিবার মৃত্যু হয়েছিল ৮১ জনের এদিন মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১৬,৮৯৬-তে।

কলকাতায় মৃত্যু হয়েছে ৪৭৫৬ জনের

কলকাতায় মৃত্যু হয়েছে ৪৭৫৬ জনের

এদিন যে ৮৪ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের মধ্যে ১৫ কলকাতার বাসিন্দা। ২০ জন উত্তর ২৪ পরগনায়, ৯ জন করে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া, ৫ জন দার্জিলিং, ৪ জন করে নদিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে, ৩ জনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে।

স্যাম্পেল পরীক্ষা

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ৬০, ১১৩ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ৬২,২৭৬ টি স্যাম্পেল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ১, ৩২, ৯৫, ৮৫৬ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় এদিন আক্রান্ত চিহ্নিত হয়েছে ৬.৬৩ %।

English summary
Less people are infected than previous day with Coronavirus on thirteenth June in West Bengal, wellness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X