For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরলো পাঁচ লক্ষ! মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা

বৃহস্পতিবার ৩২৪৬, শুক্রবার ৩২০৬, শনিবার ৩১৭৫, রবিবার ৩১৪৩ । গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) এভাবেই কমছে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৪৬ জনের। এদিন সুস্থ হয়েছেন ৩,১৪

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার ৩২৪৬, শুক্রবার ৩২০৬, শনিবার ৩১৭৫, রবিবার ৩১৪৩ । গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) এভাবেই কমছে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৪৬ জনের। এদিন সুস্থ হয়েছেন ৩,১৪৩ জন। এদিন শনিবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৩.৪৭ %, সেখানে রবিবার সুস্থতার হার ৯৩. ৫১%।

কয়েকশো অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল! অনলাইন আবেদন করতে হবে খুব তাড়াতাড়িকয়েকশো অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল! অনলাইন আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ০২, ৮৪০

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ০২, ৮৪০

রবিবারে হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,১৪৩ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ০২, ৮৪০ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৩, ৮৯৪ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৪, ৭০, ২২৩ জন। গত ২৪ ঘন্টায় ৩, ১৬৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে কলকাতায় (৭৬৫), এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনায় (৭৪৬)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ( ২০৯)।

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা

এদিনও সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এদিন কলকাতায় ৮১৮ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২৩, কোচবিহারে ৬৬, দার্জিলিং ১৫১, কালিম্পং ২২ , জলপাইগুড়ি ৯০, উত্তর দিনাজপুরে ১৯, দক্ষিণ দিনাজপুরে ১৪, মালদহ ৫৯, মুর্শিদাবাদে ৩৪, নদিয়া ১৪১, বীরভূম ৬৩, পুরুলিয়া ২০, বাঁকুড়ায় ৬২, ঝাড়গ্রাম ১৯, পশ্চিম মেদিনীপুরে ৭৬, পূর্ব মেদিনীপুরে ৯০, পূর্ব বর্ধমানে ৬৭, পশ্চিম বর্ধমান ৮৮, হাওড়া ১৬৪, হুগলিতে ১১৪, উত্তর ২৪ পরগনায় ৭৭০, দক্ষিণ ২৪ পরগনায় ১৭৩ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার

খানিকটা বেড়েছে সুস্থতার হার

শনিবারের তুলনায় তুলনায় রবিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। শনিবার সুস্থতার হার ছিল ৯৩.৪৭ %। রবিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩. ৫১ %। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৪.৩৭ % । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৫%-এ।

মৃত্যু হয়েছে ৪৬ জনের

মৃত্যু হয়েছে ৪৬ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। শনিবার মৃত্যু হয়েছিল ৪৯ জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ৮,৭২৩-তে।

কলকাতায় মৃত্যু ২৬৭৫ জনের

কলকাতায় মৃত্যু ২৬৭৫ জনের

এদিন যে ৪৬ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ১০ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ২৬৭৫ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২০৫৭ জনের। এদিন সেখানে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ৯০৯ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৬০২ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়ায় ও দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন করে মৃত্যু হয়েছে। এদিন হুগলিতে মৃত্যু হয়েছে ৪ জনের।

স্যাম্পেল পরীক্ষা

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ৪৪, ১৮৬ টি পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষার সংখ্যা ছিল ৪৪, ৩৮৯। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৬১, ৩৫, ৮৫৪টি।

English summary
Less people are infected with Coronavirus on sixth december in West Bengal, wellness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X