For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় স্বস্তিদায়ক পরিস্থিতি! একনজরে জেলাগুলির অবস্থা

রবিবার ৫৬৫, সোমবার ৩৮৯, মঙ্গলবার ৪১২, বুধবার ৪০৯, বৃহস্পতিবার ৪১৬, শুক্রবার ৪০৬, শনিবার ৪১০, রবিবার ৩৮৯। গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা এইভাবেই কমেছে বেড়েছে। এদিন স্বাস্থ্য

  • |
Google Oneindia Bengali News

রবিবার ৫৬৫, সোমবার ৩৮৯, মঙ্গলবার ৪১২, বুধবার ৪০৯, বৃহস্পতিবার ৪১৬, শুক্রবার ৪০৬, শনিবার ৪১০, রবিবার ৩৮৯। গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা এইভাবেই কমেছে বেড়েছে। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৮ জনের। এদিন সুস্থ হয়েছেন ৪৫৪ জন। এদিন শনিবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭.০৯ %, সেখানে বৃহস্পতিবার সুস্থতার হার ৯৭.১১% ।

মোদীর মতো মমতাকেও মোদীর মতো মমতাকেও

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৬৮, ১০৩

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৬৮, ১০৩

রবিবারে হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৯ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৬৮, ১০৩ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬,৩২৩ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৫১, ৬৬৫ জন। গত ২৪ ঘন্টায় ৫৫৪ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায় ( ১২৭), এরপরেই রয়েছে কলকাতা (৮৯)। এরপরেই রয়েছে হাওড়া (২১) ।

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা

এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। তারপরেই রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৯৩ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১, কোচবিহারে ৪, দার্জিলিং ২০, কালিম্পং ১ , জলপাইগুড়ি ৪, উত্তর দিনাজপুরে ২, দক্ষিণ দিনাজপুরে ১, মালদহ ১, মুর্শিদাবাদে ২, নদিয়া ১০, বীরভূম ৫, পুরুলিয়া ৬, বাঁকুড়ায় ১৭, ঝাড়গ্রাম ১, পশ্চিম মেদিনীপুরে ৫ , পূর্ব মেদিনীপুর ১০, পূর্ব বর্ধমান ৩, পশ্চিম বর্ধমান ১৫, হাওড়া ২১, হুগলিতে ২০, উত্তর ২৪ পরগনায় ১৩০, দক্ষিণ ২৪ পরগনায় ১৭ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার

খানিকটা বেড়েছে সুস্থতার হার

শনিবারের তুলনায় রবিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। শনিবার সুস্থতার হার ছিল ৯৭.০৯ % । রবিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.১১% । এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৬.৮৩% । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৪%-এ।

মৃত্যু হয়েছে ৮ জনের

মৃত্যু হয়েছে ৮ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। গত সোমবার ১০, মঙ্গলবার ১১, বুধবার ৬, বৃহস্পতিবার ৯, শুক্রবার ৮, শনিবার ১০ জনের মৃত্যু হয়েছিল । মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,১১৫-তে।

কলকাতায় মৃত্যু ৩০৬০ জনের

কলকাতায় মৃত্যু ৩০৬০ জনের

এদিন যে ৮ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ২ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩০৬০ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৪৫৫ জনের। এদিন সেখানে ৩ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ১০৩৮ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৭০৮ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়ায় ১ ও দক্ষিণ ২৪ পরগনায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নদিয়ায় মৃত্যু হয়েছে ১ জনের।

স্যাম্পেল পরীক্ষা

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ২৫, ২০৭ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। শনিবার পরীক্ষা করা হয়েছিল ২৮, ২৪২ টি স্যাম্পেল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৭৮, ৩৩, ২৮৯ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৭.২৫%।

English summary
Less people are infected than previous day with Coronavirus on twenty fourth January in West Bengal, wellness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X