For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্ত ও মৃত্যুতে এখনও 'বেয়ারা' উত্তর ২৪ পরগনা! কলকাতা-সহ বাকি রাজ্যের অবস্থা একনজরে

বৃহস্পতিবার ২৮৯, শুক্রবার ২৮৬, শনিবার ৩১০, রবিবার ২২৯, সোমবার ১৭৯, মঙ্গলবার ২০৩, বুধবার ২০১ । গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা এইভাবেই কমেছে বেড়েছে। এদিন স্বাস্থ্য দফতরের ব

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার ২৮৯, শুক্রবার ২৮৬, শনিবার ৩১০, রবিবার ২২৯, সোমবার ১৭৯, মঙ্গলবার ২০৩, বুধবার ২০১ । গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা এইভাবেই কমেছে বেড়েছে। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৭ জনের। এদিন সুস্থ হয়েছেন ৩০৩ জন। এদিন মঙ্গলবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭. ২৮ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯৭. ৩০% ।

তৃণমূলের 'খেলা হবে' পাল্টা বের করে ফেলল বিজেপিও! সোশ্যাল মিডিয়ায় স্লোগান হল ভাইরালতৃণমূলের 'খেলা হবে' পাল্টা বের করে ফেলল বিজেপিও! সোশ্যাল মিডিয়ায় স্লোগান হল ভাইরাল

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭০, ৫৮১

সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭০, ৫৮১

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০১ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৭০, ৫৮১ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫,১৯৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৫৫, ১৯০ জন। গত ২৪ ঘন্টায় ৩০৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায় ( ৮৪), এরপরেই রয়েছে কলকাতা (৫৮)। এরপরেই রয়েছে হাওড়া (২০) ।

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনায়, তারপর কলকাতা

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনায়, তারপর কলকাতা

এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। তারপরেই রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৫১ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১, কোচবিহারে ৩, দার্জিলিং ৫, কালিম্পং ১ , জলপাইগুড়ি ২, উত্তর দিনাজপুরে ১, দক্ষিণ দিনাজপুরে ২, মালদহ ২, মুর্শিদাবাদে ১, নদিয়া ৯, বীরভূম ৫, পুরুলিয়া ৪, বাঁকুড়ায় ৫, ঝাড়গ্রাম ১, পশ্চিম মেদিনীপুরে ১ , পূর্ব মেদিনীপুর ৪, পূর্ব বর্ধমান ৪, পশ্চিম বর্ধমান ১২, হাওড়া ৯, হুগলিতে ১০, উত্তর ২৪ পরগনায় ৫৯, দক্ষিণ ২৪ পরগনায় ৯ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার

খানিকটা বেড়েছে সুস্থতার হার

মঙ্গলবারের তুলনায় বুধবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৭. ২৮ % । বুধবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৩০% । এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৭. ০৮% । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৩%-এ।

মৃত্যু হয়েছে ৭ জনের

মৃত্যু হয়েছে ৭ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। গত বৃহস্পতিবার ৯, শুক্রবার ৭, শনিবার ৯, রবিবার ৯, সোমবার ৬, মঙ্গলবার ৯ জনের মৃত্যু হয়েছিল । মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,১৯৫-তে।

কলকাতায় মৃত্যু ৩০৭৮ জনের

কলকাতায় মৃত্যু ৩০৭৮ জনের

এদিন যে ৭ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ২ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩০৭৮ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৪৮৩ জনের। এদিন সেখানে ৩ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ১০৪৩ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৭১২ জনের মৃত্যু হয়েছে। এদিন হুগলিতে ২ জন রোগীর মৃত্যু হয়েছে।

 স্যাম্পেল পরীক্ষা

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ২১, ৮১২ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা করা হয়েছিল ২২, ৩০৭ টি স্যাম্পেল। সোমবার ১৮, ১৬৮ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৮০, ৫৮, ১৪১ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৭.০৮ %।

English summary
Less people are infected than previous day with Coronavirus on third february in West Bengal, wellness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X