For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় প্রতিদিন সংক্রমণ কমলেও বাড়ছে সক্রিয় আক্রান্তের সংখ্যা! করোনায় মৃত্যুতে এখনও ভয়ঙ্কর উত্তর ২৪ পরগনা

গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা আরও কমল। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৩২৬৮। বুধবার তা হয়েছে ৩১৮৭। গত ২৪ ঘন্টায় ৬৯ জনের মৃত্যু হয়েছে। কমেছে সুস্থতার হার। মঙ্গলবার যেখানে সু

  • |
Google Oneindia Bengali News

গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা আরও কমল। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৩২৬৮। বুধবার তা হয়েছে ৩১৮৭। গত ২৪ ঘন্টায় ৬৯ জনের মৃত্যু হয়েছে। কমেছে সুস্থতার হার। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭. ৪৭ %, বুধবার এদিন সুস্থতার হার ৯৭.৪০%।

সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪, ৭১, ২৫৭

সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪, ৭১, ২৫৭

বুধবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৮৭ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪, ৭১, ২৩১ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭,১১৮ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪, ৩২, ৯৬১ জন। গত ২৪ ঘন্টায় ২, ০১২ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায়( ৩৫৭)। তারপরেই রয়েছে কলকাতা (২১৩)। এরপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর (১৫৩) এবং দক্ষিণ ২৪ পরগনা (১৪৫)।

 সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়, তারপর রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৩৭৭ ( ৩৭০) জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৬৩(৪২), কোচবিহারে ৯৮ (১২৯) , দার্জিলিং ১৮০ (১৮২), কালিম্পং ৯ (২১) , জলপাইগুড়ি ২৩৪ (১৯৬), উত্তর দিনাজপুরে ৩২ (৭৩), দক্ষিণ দিনাজপুরে ৪৩ ( ২২), মালদহ ২২ (৯), মুর্শিদাবাদ ৩৩ (৭), নদিয়া ১৯৪ (১৬৯), বীরভূম ২১ (১৭), পুরুলিয়া ৯ (২২), বাঁকুড়ায় ১০৩ (১১৭), ঝাড়গ্রাম ৪২ (৭৫), পশ্চিম মেদিনীপুর ১৩৮ (২২৯), পূর্ব মেদিনীপুর ৪৩২ (৩১৩), পূর্ব বর্ধমান ৭৯ (৭৬), পশ্চিম বর্ধমান ৫৮ (৮০), হাওড়া ২০২ (২১৭), হুগলিতে ১৯১ (১৭২), উত্তর ২৪ পরগনায় ৪৩৫ (৪৬৫), দক্ষিণ ২৪ পরগনায় ১৯২ ( ২৬৫) জন আক্রান্ত হয়েছেন।

কমেছে সুস্থতার হার

কমেছে সুস্থতার হার

বুধবার সুস্থতার হার সামান্য কমেছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭. ৪৭ %, সেখানে বুধবার সুস্থতার হার ৯৭.৪০%। এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৮০%। সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.২৮ %-এ।

 মৃত্যু হয়েছে ৬৯ জনের

মৃত্যু হয়েছে ৬৯ জনের

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬৯ জনের। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৭৫ জনের এদিন মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১৭, ১১৮-তে।

কলকাতায় মৃত্যু হয়েছে ৪৮০১ জনের

কলকাতায় মৃত্যু হয়েছে ৪৮০১ জনের

এদিন যে ৬৯ জনের মৃত্যু হয়েছে রাজ্য, তাঁদের মধ্যে ১৩ কলকাতার বাসিন্দা। ১৭ জন উত্তর ২৪ পরগনায়, ৮ জন করে নদিয়া ও দার্জিলিং-এ, জলপাইগুড়িতে ৭ জন, ২ জন করে মৃত্যু হয়েছে হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে।

স্যাম্পেল পরীক্ষা

স্যাম্পেল পরীক্ষা

এদিন সারা রাজ্যে ৬১, ৯৮১ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা করা হয়েছিল ৫৫,৬৪৫ টি স্যাম্পেল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ১, ৩৪, ৬৭, ৭১০ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় এদিন আক্রান্ত চিহ্নিত হয়েছে ৫.১৪ %।

টিকায় রয়েছে ২০ দিনের কম বাছুরের রক্তরস? ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিদ্ধ কোভ্যাক্সিনটিকায় রয়েছে ২০ দিনের কম বাছুরের রক্তরস? ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিদ্ধ কোভ্যাক্সিন

শুভেন্দুর সঙ্গে কথা হয়নি, বিজেপি নেতার দিল্লি সফরের পর আরও এক বিষয়ে 'অজ্ঞাত' দিলীপশুভেন্দুর সঙ্গে কথা হয়নি, বিজেপি নেতার দিল্লি সফরের পর আরও এক বিষয়ে 'অজ্ঞাত' দিলীপ

English summary
Less people are infected than previous day with Coronavirus on sixteenth June in West Bengal, wellness increases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X