For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিনের খোঁজ নেই! সৌরভকে রাখা হয়েছে নাইট শেলটারে

উঁচু খাঁচা টপকে পালিয়েছে সচিন। মঙ্গলবার সকালে সে পালিয়ে যাওয়ার পর থেকে খোঁজ মেলেনি এখনও। তারই সঙ্গে থাকা সৌরভকে আপাতত রাখা হয়েছে নাইট শেলটারে।

  • |
Google Oneindia Bengali News

উঁচু খাঁচা টপকে পালিয়েছে সচিন। মঙ্গলবার সকালে সে পালিয়ে যাওয়ার পর থেকে খোঁজ মেলেনি এখনও। তারই সঙ্গে থাকা সৌরভকে আপাতত রাখা হয়েছে নাইট শেলটারে।

সচিনের খোঁজ নেই! সৌরভকে রাখা হয়েছে নাইট শেলটারে

সত্যিই নামে কী যায় আসে। মঙ্গলবার সকাল আটটা নাগাদ গাছে বেয়ে উঠে প্রায় ১৮ ফুট উঁচু খাঁচা টপকে পালিয়ে যায় সচিন নামে ওই চিতা বাঘ। সেই থেকে কুনকি হাতির পিঠে চড়ে চলছে তল্লাশি। মঙ্গলবার রাতে একঝলক দেখা গেলেও, ফের লুকিয়ে পড়েছে সচিন। আরও কুনকি হাতি আনা হচ্ছে সচিন নাম চিতাবাঘরে খুঁজে বের করতে।

মাস কয়েক আগে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছিল দুই চিতাবাঘকে। একটির নাম রাখা হয়েছিল সচিন। অপরটি সৌরভ। প্রথম থেকেই কিছুটা বাধ্য ছিল সচিন। দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়েও নিয়েছিল। গণ্ডগোল করছিল সৌরভ। পশুদের খোলা এনক্লোজারে রাখা হলেও, নির্দিষ্ট সময় অন্তর তাদেরকে খাঁচায় ঢোকানো হত। খাবার দেওয়া থেকে চিকিৎসা, সবই চলতে সেখানে। সচিন বাধ্য মতো ঢুকে গেলেও সৌরভ ঢুকতে চাইতনা বলেই বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর।

মঙ্গলবার সকালে পালিয়ে যাওয়ার পর থেকে বুধবার বিকেল পর্যন্ত সচিনের কোনও খোঁজ মেলেনি। ফলে একা সৌরভকে খোলা এনক্লোজারে না রেখে রাখা হচ্ছে নাইট শেলটারে।

বুধবার বেঙ্গল সাফারি পার্ক বন্ধ রাখা হলেও, বুধবার তা আংশিক খুলে দেওয়া হয়। পায়ে হেঁটে কিংবা হাতির পিঠে চড়ে সাফারি পার্কে ঘোরা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে পর্যটকরা গাড়িতে করে ঘুরতে পারছেন।

English summary
Leopard Sachin escapes from Bengal Safari Park in Siliguri, but another named Saurav kept in shelter home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X