ওয়েব সিরিজে শহিদ ক্ষুদিরাম বসুর ছবি বিতর্কে জি ফাইভের কাছে আইনি নোটিস গেল
এবার জি ফাইভের কাছে আইনি নোটিস পাঠালেন জনৈক কৌশিক মাইতি। মূলত নোটিসটি গিয়েছে 'বাংলা পক্ষ' সংগঠনের তরফে। আইনজীবীর মারফৎ পাঠানো এই আইনি নোটিসে উঠে এসেছে ক্ষুদিরাম বসুকে জি ফাইভের একটি ওয়েব সিরিজের দৃশ্যে অসম্মান জনকভাবে প্রদর্শনের প্রসঙ্গ।

জি ফাইভের এক ওয়েব সিরিজ 'অভয় ২' তে এক দৃশ্যে অপরাধীদের 'মোস্ট ওয়ান্টেডের' তালিকায় ক্ষুদিরাম বসুর ছবি লাগানো হয়।। দৃশ্যটির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভে ফুঁসে উঠেছে বহু মানুষ। বহু শিল্পী, নেটিজেন এই প্রতিবাদে সরব হতে শুরু করেছেন। এমনকি কলকাতা পুলিশেও এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছেন। নিজের ফেসবুক পেজ থেকে সরব হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষও।
এদিকে, সোশ্যাল মিডিয়া জুড়ে এমন প্রতিবাদের জেরে জি ফাইভের তরফে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। এদিকে, বাংলা পক্ষের তরফে পাঠানো নোটিস গিয়েছে জি ফাইভের সিইও পুনিত গোয়েঙ্কা ও বাঙালি পরিচালক কেন ঘোষের কাছে।