For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাত মাসেই 'সংযুক্ত মোর্চা'র সমাধি! জোট ভাঙলে দায় নেই বামেদের, বিমানের মন্তব্যে জল্পনা

সাত মাসেই 'সংযুক্ত মোর্চা'র সমাধি! জোট ভাঙলে দায় নেই বামেদের, বিমানের মন্তব্যে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনের পাঁচ মাসের মধ্যেই বামেদের প্রচারে পরিবর্তন। যেখানে গত বিধানসভা নির্বাচনে বামেদের প্রার্থীদের নামের আগে লেখা থাকত সংযুক্ত মোর্চা সমর্থিত শব্দ বন্ধনী, এবার তা উধাও। তবে সবার সঙ্গে জোট অক্ষত রেখেই এবার প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছে বামেরা। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, জোট ভাঙলে তার দায় তারা নেবে না।

নেই 'সংযুক্ত মোর্চা সমর্থিত' শব্দ বন্ধনী

নেই 'সংযুক্ত মোর্চা সমর্থিত' শব্দ বন্ধনী

ভবানীপুরই হোক কিংবা সামসেরগঞ্জ কিংবা জঙ্গিপুর, পাঁচ মাস আগেকার পরিস্থিতির সঙ্গে এখনকার পরিস্থিতির অনেকটাই তফাত। সেই সময় বাম প্রার্থীদের নামের আগে লেখা হত নেই 'সংযুক্ত মোর্চা সমর্থিত' শব্দ বন্ধনী। কিন্তু এবার তিন কেন্দ্রের নির্বাচনে তা দেখা যায়নি। আইএসএফ-এর একমাত্রা জয়ী নওশাদ সিদ্দিকি বামপ্রার্থীদের সমর্থনে প্রচারে নামার কথা জানিয়েছিলেন। কিন্তু এখনও তাঁকে দেখা যায়নি। তবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা, তা নিয়েও রয়েছে প্রশ্ন। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ জানিয়েছেন, তাঁকে প্রচারে ডাকা না হলে তিনি যাবেন না। অন্যদিকে ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দেয়নি, সামশেরগঞ্জে এখনও প্রার্থী দেওয়ার আশায় রয়েছে তারা।

 সমাধি সংযুক্ত মোর্চার

সমাধি সংযুক্ত মোর্চার

বামেদের বড় দল সিপিএম-এর তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, আইএসএফ-এর সঙ্গে জোটকে সাধারণ মানুষ ভালভাবে নেয়নি। তবে তাদের সঙ্গে ভবিষ্যতে আর কোনও জোট হবে কিনা তাও বলা হয়নি। তবে বামেদের তরফে ব্যাখ্যা করে বলা হয়েছে, সংযুক্ত মোর্চা ছিল সাময়িক নির্বাচনী সমঝোতা। ফলে অনেকেই বলছেন, আপাতত নয়, রাজ্যে সংযুক্ত মোর্চার সমাধি হয়েছে।

জোট ভাঙলে দায়ী নয় বামেরা

জোট ভাঙলে দায়ী নয় বামেরা

বিধানসভা ভোটের পরে সংযুক্ত মোর্চার নেতাদের একসঙ্গে কোনও কর্মসূচিতে দেখা যায়নি। আব্দুল মান্নান সোনিয়া গান্ধীর কাছে চিঠি লিখে রাজ্যে জোট বজায় রাখার কথা বললেন, কংগ্রেস হাইকমান্ড তাতে সাড়া দেয়নি বলেই জানা গিয়েছে। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার কথা জানিয়ে কোথাও একটা ভবিষ্যতের জন্য পথ খুলে রাখা হয়েছে। তাতেই আপত্তি রাজ্যের বামেদের। পাশাপাশি সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচন নিয়ে জোটসঙ্গীর আচরণে যে বামেরা ক্ষুব্ধ তাও জানিয়েছে বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, এবার বামেরা তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেসের সঙ্গে জোট অক্ষত রেখেই। কিন্তু ভোটের পরে জোট ভাঙলে তার দায় নেমে না বামেরা। প্রসঙ্গত ২০১৬-তে জোট করে ভোটে লড়াইয়ের পরে কংগ্রেসের তরফে বামেদের ঘাড়ে জোট ভাঙার দায় চাপানো হয়েছিল। কিন্তু এবার সেই প্রেক্ষিতে আগে থেকেই সতর্ক বামেরা।

ত্রিপুরায় হামলা নিয়ে সরব হয়নি তৃণমূল

ত্রিপুরায় হামলা নিয়ে সরব হয়নি তৃণমূল

সাধারণভাবে দেখা গিয়েছে, বিজেপি শাসিত রাজ্যে বিরোধীদের ওপরে আক্রমণ হলে তৃণমূল সরব হলেও, ত্রিপুরায় দিন কয়েক আগে সিপিএম তথা একাধিক বাম কার্যালয়ে যেভাবে হামলা হয়েছে, তার প্রতিবাদ করতে দেখা যায়নি তৃণমূলকে। যা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের বামেরা। রাজ্যের শাসকদল এবং সরকার বাধা দিলেও রাস্তায় নেমে ২৭ সেপ্টেম্বর কৃষকদের সমর্থনে বামেরা বনধ পালন করবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলকে একটা সময়ে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে দেখা গেলেও, কেন তারা বনধ নিয়ে কোনও কথা বলছে না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বামেদের তরফে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Leftists are not responsible for breaking United alliance says Biman Bose as there is no United Alliance leaders in campaigning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X