For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের ডাকা ২৫ সেপ্টেম্বরের ভারত বনধে সমর্থন বামেদের, কী অবস্থান নিতে পারে মমতার সরকার

কৃষকদের ডাকা ২৫ সেপ্টেম্বরের ভারত বনধে সমর্থন বামেদের, কী অবস্থান নিতে পারে মমতার সরকার

  • |
Google Oneindia Bengali News

ফের ঝাঁঝ বাড়ছে কৃষক আন্দোলনের। তিন কৃষি আইনের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে হরিয়ানা ও দিল্লি সীমান্তারে বিভিন্ন জায়গায় নতুন করে সংগঠিত হতে দেখা গিয়েছে প্রতিবাদী কৃষকদের। ইতিমধ্যেই ২৫ সেপ্টেম্বর দেশ জুড়ে যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংগঠন ও আন্দোলনের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা। বাংলায় এই ধর্মঘটকে সমর্থনের সিদ্ধান্ত নিল বামফ্রন্ট।

কৃষকদের বনধে সমর্থন বামেদের

কৃষকদের বনধে সমর্থন বামেদের

পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কৃষকদের ওই ধর্মঘটে কী অবস্থান নেয়, সেই দিকে নজর রাখছে বাম নেতৃত্ব। এদিকে মুখে বৈরিতার কথা বলেও রাজনৈতিক সমীকরণের খাতায় অনেকটাই ভোট পরবর্তী বাংলায় অনেকটাই কাছাকাছি এসেছে বাম-তৃণ শিবিরে। ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে জোটের আবছা ইঙ্গিতও দেখা গিয়েছে একাধিক বাম নেতৃত্বকে। এমতাবস্থায় কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের ডাক ধর্মঘটে বামেদের সমর্থন মিললেও তৃণমূল কী অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

কী অবস্থান নেবেন মমতা

কী অবস্থান নেবেন মমতা

এদিকে বাংলায় ক্ষমতা দখলের পর থেকেই বনধ, ধর্মঘটে সাফ না করেছে মমতার সরকার। এমনকী বামেদের ডাকা ধর্মঘট ব্যর্থ করতেও অতীতে সবরকমই চেষ্টা করেছে ঘাসফুল শিবির। কিন্তু বর্তমান শাসক দল ও অতীতের শাসক দলের মধ্যে বর্তমানে বরফ খানিক গললেও কৃষকদের ডাকা ধর্মঘটে কী অবস্থান নেওয়া হয় এখন সেটাই দেখার। তৃণমূল নেতৃত্বের তরফে অবশ্য বলা হচ্ছে, দলের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 কী বলছেন সূর্যকান্ত মিশ্র

কী বলছেন সূর্যকান্ত মিশ্র

এদিকে শুরু থেকেই কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে চলেছে তৃণমূল কংগ্রেস। এমনকী প্রতিবাদী কৃষকদেরও দিয়েছে সমর্থন। এবার বনধ সমর্থন করা হয় কিন এখন সেটাই দেখার। এদিকে বনধ প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ''কৃষক সংগঠনগুলির মোর্চা ২৫ সেপ্টেম্বর যে ধর্মঘটের ডাক দিয়েছে, তাকে আমরা সর্বাত্মক ভাবে সমর্থন করব।"

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, আজকের মধ্যেই কার্যকর করার নির্দেশবিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, আজকের মধ্যেই কার্যকর করার নির্দেশ

তৃণমূলের অবস্থানে নজর সূর্যর

তৃণমূলের অবস্থানে নজর সূর্যর

পাশাপাশি রাজ্যের শাসক দলের অবস্থান প্রসঙ্গে কৌতূহল প্রকাশ করা হলে সূর্যকান্ত বলেন, "তৃণমূল এখনও পর্যন্ত কৃষকদের আন্দোলনের পক্ষেই থেকেছে। ওই দিন তাঁরা কী ভূমিকা নেন, আমরা দেখতে চাই।" প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় কৃষি আইন ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে গত বছরের শেষ থেকেই দিল্লি সীমান্তে একটানা চলছে কৃষক আন্দোলন। গত ১০ মাস ধরে চলা চলমান কৃষক আন্দোলনের সমর্থনে মূলত ডাকা হয়েছে বনধ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
strike called by the farmers on September 25 is supported by the Left Front
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X