For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের জন্য আসন ছেড়ে প্রার্থী তালিকা বামফ্রন্টের, জেনে নিন কোথায় কে প্রার্থী

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে জোট এখনও চূড়ান্ত না হলেও, আসন ছেড়ে রেখে সিপিএম একপ্রকার নিশ্চিত করে ফেলল প্রার্থীর তালিকা।

Google Oneindia Bengali News

কংগ্রেসের সঙ্গে জোট এখনও চূড়ান্ত না হলেও, লোকসভার ২৫ আসনে প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রণ্ট। শুক্রবার বামফ্রন্টের বৈঠকের পর ১৭টি আসন ছেড়ে রেখে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করা হল। ২৫ আসনে প্রার্থী ঘোষণা করে বামফ্রন্টের তরফে বার্তা দেওয়া হল কংগ্রেসকে। উল্লেখ্য, রায়গঞ্জ-মুর্শিদাবাদের দাবি কংগ্রেস ছেড়ে দিলেও এখনও জোট-জট কাটেনি।

কংগ্রেসের জন্য আসন ছেড়ে প্রার্থী তালিকা সিপিএমের, জেনে নিন কোথায় কে প্রার্থী

নির্বাচন ঘোষণার পর তৃণমূল কংগ্রেস ৪২ আসনেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। বিজেপি এখনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। বামফ্রন্ট ১৩ মার্চ প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছিল। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট-জট কাটাতে না পেরেই এই বিলম্ব বলে জানানো হয়েছে বামফ্রন্টের তরফে।

এদিন বামফ্রন্টের তরফে প্রকাশ করা আংশিক প্রার্থী তালিকা এই রকম-

কোচবিহার গোবিন্দ রায় (ফরওয়ার্ড ব্লক)
আলিপুরদুয়ার মিলি ওঁরাও (আরএসপি)
জলপাইগুড়ি ভগীরথ রায় (সিপিএম)
রায়গঞ্জ মহম্মদ সেলিম (সিপিএম)
বালুরঘাট রণেন বর্মন (আরএসপি)
মুর্শিদাবাদ বদরুদ্দোজা খান (সিপিএম)
রানাঘাট রমা বিশ্বাস (সিপিএম)
বনগাঁ অলোকেশ দাস (সিপিএম)
দমদম নেপালদেব ভট্টাচার্য (সিপিএম)
বারাসত হরিপদ বিশ্বাস (ফরওয়ার্ড ব্লক)
বসিরহাট পল্লব সেনগুপ্ত (সিপিআই)
জয়নগর সুভাষ নস্কর (আরএসপি)
ডায়মন্ড হারবার ফুয়াদ হালিম (সিপিএম)
যাদবপুর বিকাশরঞ্জন ভট্টাচার্য (সিপিএম)
দক্ষিণ কলকাতা নন্দিনী মুখোপাধ্যায় (সিপিএম)
উলুবেড়িয়া মাকসুদা খাতুন (সিপিএম)
হুগলি প্রদীপ সাহা (সিপিএম)
আরামবাগ শক্তিমোহন মালিক (সিপিএম)
ঘাটাল তপন গঙ্গোপাধ্যায় (সিপিআই)
মেদিনীপুর বিপ্লব ভট্ট (সিপিআই)
পুরুলিয়া বীর সিং মাহাতো (ফরওয়ার্ড ব্লক)
বিষ্ণুপুর সুনীল খাঁ (সিপিএম)
বর্ধমান পূর্ব ঈশ্বরচন্দ্র দাস (সিপিএম)
বর্ধমান-দুর্গাপুর আভাস রায়চৌধুরী (সিপিএম)
বীরভূম ডা. রেজাউল করিম (সিপিএম)

[আরও পড়ুন:কাঁচরাপাড়ার একজন খুঁজেই চলেছেন প্রার্থী! ভোগবাদীদের দলবদলে তীব্র কটাক্ষ পার্থর][আরও পড়ুন:কাঁচরাপাড়ার একজন খুঁজেই চলেছেন প্রার্থী! ভোগবাদীদের দলবদলে তীব্র কটাক্ষ পার্থর]

[আরও পড়ুন:বিজেপিতে ভাঙন মুকুল-গড়ে, অর্জুনের ভাই-সহ একাধিক নেতার যোগদান তৃণমূলে][আরও পড়ুন:বিজেপিতে ভাঙন মুকুল-গড়ে, অর্জুনের ভাই-সহ একাধিক নেতার যোগদান তৃণমূলে]

English summary
Left front publishes the candidate leaving for congress in Lok Sabha Election 2019. Left front decides to publish candidate for 25 seats with Murshidabad and Roygunj,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X