For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে হটিয়ে বামেরা উঠে এল দ্বিতীয় স্থানে, ফের সবুজ ঝড় উঠল উপনির্বাচনে

বিজেপিকে হটিয়ে বামেরা উঠে এল দ্বিতীয় স্থানে, ফের সবুজ ঝড় উঠল উপনির্বাচনে

  • |
Google Oneindia Bengali News

বিজেপিকে তৃতীয়স্থানে নামিয়ে দিয়ে বিপুল ভোটে জয়ী হলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। আসানসোল পুরসভার উপনির্বাচনে বিজেপি নয়, বামেরা উঠে অলেন দ্বিতীয় স্থানে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনী ফলাফল বিশেষ তাৎপর্যপূর্ণ। বনগাঁ পুরসভার উপনির্বাচনেও সবুজ ঝড় উঠল। এক্ষেত্রে অবশ্য দ্বিতীয় স্থানে থাকল বিজেপিই।

উপনির্বাচনেও ফের সবুজ ঝড়

উপনির্বাচনেও ফের সবুজ ঝড়

রাজ্যে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড ও আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন হয়। তার ফলাফল প্রকাশ হয় বুধবার। দুইটি ওয়ার্ডেই জয়ী হয় তৃণমূল। উপনির্বাচনেও ফের সবুজ ঝড় ওঠে। দুই ওয়ার্ডেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আসানসোলের মেয়র স্বয়ং তৃণমূল প্রার্থী ছিলেন। আর বনগাঁয় তৃণমূল প্রার্থী পাপাই রাহা জয়ী হন।

কেন হল উপনির্বাচন

কেন হল উপনির্বাচন

বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী দিলীপ দাস। কিন্তু শপথ গ্রহণের আগেই তাঁর মৃত্যু হয়। ফলে এই আসনটি ফাঁকা ছিল। তাই এই উপনির্বাচন। আর আসানসোলে বিধান উপাধ্যায় কাউন্সিলর না হয়েও মেয়র হয়েছিলেন। ফলে তাঁকে জিতে আসতে হত কোনও ওয়ার্ড থেকে। সেইমতো ৬ ওয়ার্ডের কাইন্সিলর সঞ্জয় বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেন। তাঁর জায়গায় নির্বাচিত হন মেয়র বিধান উপাধ্যায়।

আসানসোলে বিজেপি তৃতীয়

আসানসোলে বিজেপি তৃতীয়

বুধবার এই দুই ওয়ার্ডের ফলাফল প্রকাশ হতেই সবুজ আবিরে অকাল হোলি শুরু করে দেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকরা। বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৮৮২ ভোটে জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাপাই রাহা। দ্বিতীয় স্থানে বিজেপি। কিন্তু আসানসোলে বিজেপি তাঁদের অগ্রগমন ধরে রাখতে পারেনি। আসানসোলে তৃতীয় স্থানে নেমে গিয়েছেন বিজেপি প্রার্থী।

অক্সিজেন পাবে সিপিএম

অক্সিজেন পাবে সিপিএম

আসানসোলের ফলাফল অবশ্যই অক্সিজেন দেবে বামফ্রন্ট তথা সিপিএমকে। বিধান উপাধ্যায় এই ওয়ার্ডে ৬৬৮৩টি ভোট পেয়েছেন। আর দ্বিতীয় স্থানে উঠে আসা সিপিএম প্রার্থী পেয়েছেন ১২০৬টি ভোট। ৫৪৭৭ ভোটে জয়ী হয়েছেন বিধান উপাধ্যায়। তৃণমূলের জেতা ওয়ার্ডে নির্বাচন, তৃণমূল জিতবে, এটা ধরেই নেওয়া হয়েছিল। কিন্তু বামেরা যে দ্বিতীয় স্থানে উঠে আসবে, তা বোঝা যায়নি। বিজেপির লম্ফঝম্ফ থামিয়ে বামেরা আবার স্বমহিমায় ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে একটু একটু করে।

অবধারিত ছিল উপনির্বাচন

অবধারিত ছিল উপনির্বাচন

বিধান উপাধ্যায়কে মেয়র করায় আসানসোলে অবধারিত ছিল উপনির্বাচন। কেননা বিধান উপাধ্যায় ছিলেন বারাবণির বিধায়ক। তিনি কাউন্সিলর ছিলেন না। তাই এক কাউন্সিলরকে ইস্তফা দেওয়ানোর পর তাঁর জায়গায় প্রার্থী করা হয় বিধান উপাধ্যায়কে। ছ-মাসের মধ্যে এই উপনির্বাচন করতে হত। ২১ অগাস্ট আসানসোল পুরসভার নির্বাচন হয়। এদিন তাঁর ফল প্রকাশ হল।

পঞ্চায়েত ভোট কি ২২-এর ডিসেম্বরেই! তৃণমূলের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হতেই জল্পনাপঞ্চায়েত ভোট কি ২২-এর ডিসেম্বরেই! তৃণমূলের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হতেই জল্পনা

English summary
Left front gets second place to remove BJP and TMC gets vast victory in by poll of two municipalities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X