For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ফুলে ফুলে ঢলে ঢলে’- নয়া ক্যাপশন উসকে দিল গোপন আঁতাত, বামে বিদ্ধ মোদী-মমতার

জোট হলে ভোটের ফল অন্যরকম হত বলে টুইট করে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন জয়ীদের। পরাজিতদের আরও লড়াইয়ের বার্তা দিয়েছিলেন। তাঁর টুইট বার্তায় অন্য গন্ধ পাচ্ছে বামফ্রন্ট।

Google Oneindia Bengali News

কর্ণাটক বিধানসভা ভোটের ফলাফলে বিজেপির জয় সুনিশ্চিত হওয়ার পরই কংগ্রেসকে খোঁচা দিয়ে টুইট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোট হলে ভোটের ফল অন্যরকম হত বলে টুইট করে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন জয়ীদের। পরাজিতদের আরও লড়াইয়ের বার্তা দিয়েছিলেন। কিন্তু এই টুইট বার্তার পিছনে অন্য গন্ধ খুঁজে পাচ্ছে বামফ্রন্ট।

‘ফুলে ফুলে ঢলে ঢলে’- নয়া ক্যাপশনে বিদ্ধ মোদী-মমতা, কর্ণাটকের ফলে খোঁচা বামফ্রন্টের

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইটের পরই মমতার টুইট বার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্লেষ ছড়িয়ে দিলেন বাম কর্মী-সমর্থকরা। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়-নরেন্দ্র মোদীর ছবি ও মমতার টুইট-বার্তা নিয়ে নতুনভাবে গ্রাফিক্স করে বিজেপি-তৃণূমূলের গোপন আঁতাতেকেই খোঁচা দিয়েছেন।

[আরও পড়ুন:নির্দল কাঁটা তুলতে কড়া হলেন মমতা, পঞ্চায়েত ভোটের পর 'সুযোগসন্ধানী'দের স্পষ্ট বার্তা][আরও পড়ুন:নির্দল কাঁটা তুলতে কড়া হলেন মমতা, পঞ্চায়েত ভোটের পর 'সুযোগসন্ধানী'দের স্পষ্ট বার্তা]

‘ফুলে ফুলে ঢলে ঢলে’- নয়া ক্যাপশনে বিদ্ধ মোদী-মমতা, কর্ণাটকের ফলে খোঁচা বামফ্রন্টের

বামফ্রন্টের পক্ষে এই পোস্টটিতে ক্যাপশন দেওয়া হয়েছে- 'ফুলে ফুলে ঢলে ঢলে'। লেখা হয়েছে, কর্ণাটকে বিজেপি জিততেই সর্বপ্রথম শুভেচ্ছা বার্তাটি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর লেখা হয়েছে কারা ভাবছিলেন তৃণমূল বিজেপি অপরের পরিপূরক। অর্থাৎ বিজেপির জয় সুনিশ্চিৎ হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটের পিছনে অন্য গন্ধ রয়েছে বলেই মনে করছেন বামেরা।

মমতা এদিন টুইট বার্তায় বুঝিয়ে দেন, কংগ্রেস যে একা বিজেপিকে রুখতে পারবে না তা আবারও দেখিয়ে দিয়েছে কর্ণাটক। কর্ণাটকে যদি জেডিএসের সঙ্গে জোট করতেন রাহুল গান্ধীরা, তাহলে এই ফল হত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পরিষ্কার জেডিএস কংগ্রেসের ভোট কাটাকাটির ফলেই বিজেপি জয় পেল কর্ণাটকে।

এদিন কর্ণাটকের বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি শুভেচ্ছা বার্তা পাঠানোর পাশাপাশি কংগ্রেসকে বিশেষ বার্তাও দেন। তিনি লেখেন, যাঁরা পরাজিত হলেন, তাঁদের আরও লড়াই করতে হবে। তবে এই লড়াই আরও আগে শুরু হওয়া উচিত ছিল। জোট গড়ে সেই লড়াই করলে অন্য চিত্র হত কর্ণাটকে।

[আরও পড়ুন:মমতাই একনম্বর মুখ মোদী বিরোধী জোটের! কর্ণাটক ফলাফলে রাহুলকে টেক্কা][আরও পড়ুন:মমতাই একনম্বর মুখ মোদী বিরোধী জোটের! কর্ণাটক ফলাফলে রাহুলকে টেক্কা]

English summary
Left Front criticizes Mamata Banerjee’s congratulation message after Karnataka Assembly Election result. Bengal’s CM Mamata Banerjee gives message from twitter for BJP’s Karnataka win,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X