For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপনির্বাচনে ইয়েচুরির ঘোষণাই হাতিয়ার! ৪ কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা বামফ্রন্টের

রাজ্যের দ্বিতীয় রাজনৈতিক পক্ষ হিসেবে উপনির্বাচনের (by election) জন্য ৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট (left front)। এই প্রার্থী তালিকা থেকে পরিষ্কার এবারের উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে বামেদের কোনও জোটই

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের দ্বিতীয় রাজনৈতিক পক্ষ হিসেবে উপনির্বাচনের (by election) জন্য ৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট (left front)। এই প্রার্থী তালিকা থেকে পরিষ্কার এবারের উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে বামেদের কোনও জোটই হচ্ছে না। এর আগে উৎসবের মরসুমে চার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কাণ্ডজ্ঞানহীন বলে কটাক্ষ করেছিল বামফ্রন্ট।

৪ কেন্দ্রে বামেদের প্রার্থী তালিকা

৪ কেন্দ্রে বামেদের প্রার্থী তালিকা

এদিন বামফ্রন্টের বৈঠকের পরে চার কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে দিনহাটা থেকে প্রার্থী করা হয়েছে, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের আব্দুর রউফকে। শান্তিপুরে প্রার্থী করা হয়েছে সিপিএম-এর সৌমেন মাহাতকে। খড়দহে প্রার্থী সিপিএম-এর দেবজ্যোতি দাস। তিনি কয়েকমাস আগে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেই প্রার্থী ছিলেন। আর গোসাবা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আরএসপির অনিলচন্দ্র মণ্ডলকে।

বিধানসভা নির্বাচনে ৩ আসনে প্রার্থী ছিল বামফ্রন্টের

বিধানসভা নির্বাচনে ৩ আসনে প্রার্থী ছিল বামফ্রন্টের

বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট হয়েছিল কংগ্রেসের। সেই নির্বাচনে এই চারটি আসনের মধ্যে একমাত্র শান্তিপুর আসনে প্রার্থী ছিল কংগ্রেসের। শান্তিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রদেশ কংগ্রেসে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত ঋজু ঘোষাল। বাকি তিন আসনের মধ্যে একটি করে আসনে প্রার্থী ছিল ফরওয়ার্ড ব্লক, সিপিএম এবং আরএসপির।

ভোট শেষ, জোটও শেষ বলেছিলেন সীতারাম

ভোট শেষ, জোটও শেষ বলেছিলেন সীতারাম

সপ্তাহ দুয়েক আগে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি স্পষ্ট বলেছিলেন, ভোট শেষ, মোর্চাও শেষ। তিনি বলেছিলেন সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল নির্বাচনের জন্য। এব্যাপারে তিনি জনতা পার্টির নজির টেনেছিলেন। সীতারাম বলেছিলেন, ইন্দিরা গান্ধীকে হারাতে জনতা পার্টি তৈরি হয়েছিল, হারানোর পরে ওই পার্টিও শেষ। সেই সময়েই প্রাসঙ্গিকতার বিচারে জোট তৈরি হয়েছিল, কিন্তু ভোটের পরে সেই প্রাসঙ্গিকতা আর নেই।
এর আগে জোট প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেছিলেন, তারা জোট নিয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না, জোট ভাঙার দায় তারা নেবেন না। এক্ষেত্রে দলেই দ্বিমত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এব্যাপারে ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, ২০১৬-তে জোট করে ওরাউই ভেঙে দিয়েছিল। আবার ২০২১-এ জোট হল, তারা (বামেরা) মনে করছে জোটের দরকার নেইষ একথা কংগ্রেস বলেনি বলেও জানিয়েছিলেন তিনি।

ফলাফল যা হওয়ার তাই হয়েছে

ফলাফল যা হওয়ার তাই হয়েছে

এদিকে ভবানীপুর-সহ রাজ্যের তিন কেন্দ্রে ভোটের ফলাফল নিয়ে মন্তব্য করতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, ফল যা হওয়ার তাই হয়েছে। তারা মনেই করেননি ব্যতিক্রমী ফল হতে পারে। ভোটের হার বাড়বে, তাও মনে করেনননি তারা।

শুভেন্দুর নিশানায় মমতা! ভবানীপুরে তৃণমূলের দৈন্যতা প্রকাশ, লখিমপুর খেরি নিয়ে কটাক্ষশুভেন্দুর নিশানায় মমতা! ভবানীপুরে তৃণমূলের দৈন্যতা প্রকাশ, লখিমপুর খেরি নিয়ে কটাক্ষ

English summary
As there will not be any alliance with congress Left Front committee announces candidates name for by elections for four constituencies on 30 October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X