For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলিমুদ্দিনে নাম ঘোষণা হতেই জোর প্রচারে বামপ্রার্থী গার্গী চট্টোপাধ্যায়

অপেক্ষা ছিল শুধু ঘোষণার। মঙ্গলবার আলিমুদ্দিন থেকে দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতেই এদিন ভোট প্রচারে নেমে পড়লেন বামফ্রন্টের ব্যারাকপুর লোকসভার প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

অপেক্ষা ছিল শুধু ঘোষণার। মঙ্গলবার আলিমুদ্দিন থেকে দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতেই এদিন ভোট প্রচারে নেমে পড়লেন বামফ্রন্টের ব্যারাকপুর লোকসভার প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। প্রথম দিনের প্রচারে নেমে তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলের মাফিয়ারাজ খতম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বললেন।

আলিমুদ্দিনে নাম ঘোষণা হতেই জোর প্রচারে বামপ্রার্থী গার্গী

গার্গী বলেন, এটা নীতির লড়াই ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে মাফিয়া রাজ মুক্ত করতে হবে তার জন্য বামফ্রন্টকে ব্যারাকপুরের মানুষ বেছে নেবে।' প্রচারে নেমে তিনি আরও বলেন, 'এবারের লোকসভা বড় লড়াই দিল্লি থেকে বিজেপিকে সরানো। এবং কেন্দ্রে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। তার জন্য দরকার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরানো। মানুষের দাবি নিয়ে এগোতে হবে। মানুষের কথা শুনতে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার বৈঠকের পরে ২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছিল বামফ্রন্ট ৷ তবে বাম কংগ্রেসের জোট না হওয়ায় মঙ্গলবার মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও বহরমপুর কংগ্রেসের জেতা এই চার কেন্দ্রে ৪ টি আসন ছেড়ে বাকি ১৩ টি অর্থাৎ মোট ৩৮ আসনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট।
নাম ঘোষণা হতেই বিকেল থেকে প্রচারে নেমে পড়লেন গার্গী। বললেন, প্রচার তো অনেকদিন আগে থেকেই শুরু হয়েগিয়েছিল। শুধুমাত্র প্রার্থীর নাম ঘোষনা হয়নি।

English summary
Left Front candidate Gargi Chatterjee out for vote campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X