বিজেপি হারিয়ে গেল লড়াই থেকে, বামেরাও টেক্কা দিল কলকাতা পুরসভা নির্বাচনে
একুশের ভোটে হেরে বিজেপি কড়া টক্কর দেবে কলকাতা পুরসভায়, এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু বিজেপি কলকাতা পুরসভা ভোটে লড়াই থেকে একেবারে ছিটকে গেল। তৃণমূলকে কড়া টক্কর দেওয়া তো দূর অস্ত, বিজেপি কলকাতা পুরসভায় দ্বিতীয় হতে পারল না। বিধানসভা ভোটে যাঁরা একেবারে মুছে গিয়েছিল, সেই বামফ্রন্টই বিজেপিকে টেক্কা দিয়ে উঠে এল কলকাতা পুরসভায়।


আদতে বিজেপি পিছিয়ে পড়ল কলকাতায়
কলকাতা পুরসভার ফলাফল প্রকাশের পর দেখা যাচ্ছে সমস্ত রেকর্ড ভেঙে তৃণমূল কংগ্রেস ৯২ শতাংশের বেশি আসনে জয় পেয়েছে। বিজেপি বা বাম-কংগ্রেস কেউই দুই অঙ্কে পৌঁছতে পারেনি। বামেদের সরিয়ে বিজেপি বিরোধী হিসেবে উঠে আসবে, এমনই প্রত্যাশা ছিল। একুশের নির্বাচনের ফলাফল অনুয়ায়ী বিজেপির আসন সংখ্যা দুই অঙ্কে পৌঁছবে। কিন্তু আদতে দেখা গেল তাঁরা পিছিয়ে পড়ল।

একুশের থেকে অনেক ভালো ফল বামেদের
একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে বামেরা কলকাতা পুরসভায় কোনও ওয়ার্ডে এগিয়ে ছিল না। বিধানসভার মতোই কলকাতা পুরসভাতেও শূন্য হয়ে গিয়েছিল বামফ্রন্ট। কংগ্রেস একটি আসনে এগিয়ে থাকলেও বামেরা অস্তিত্ব বিলোপের আশঙ্কা নিয়ে এবার ভোট ময়দানে নেমেছিল। সেই অবস্থায় বামেরা এবার অনেক ভালো ফল করেছে।

প্রাপ্ত ভোটের নিরিখে বামেরা দ্বিতীয় স্থানে
বামফ্রন্ট বিজেপির তুলনায় বেশি আসনে এগিয়েছিল। বামেরা এগিয়েছিল ৪টি আসনে। আর বিজেপি তিনটি আসনে। যদিও এই ছবি শেষের দিকে পরিবর্তন হয়ে যায়। বামেরা চার থেকে কমে ২ হয়ে যায়। বিজেপি ৩-এ থেকে যায়। কিন্তু প্রাপ্ত ভোটের নিরিখে বামেরা দ্বিতীয় স্থানে উঠে আসে। বেশিরভাগ ওয়ার্ডেই দ্বিতীয় স্থানে বামেরা। তৃণমূলের জেতা ১৩৪ ওয়ার্ডের মধ্যে বামেরা ৬৬টিতে দ্বিতীয়, বিজেপি দ্বিতীয় ৪৭টিতে এবং কংগ্রেস এগিয়ে ১৬টি ওয়ার্ডে। নির্দল বাকি ৫ ওয়ার্ডে।

বিজেপির প্রাপ্ত ভোট বিশাল ধাক্কা খেয়েছে
কলকাতায় বিজেপিকে পিছনে ফেলে বামেদের উঠে আসা তাৎপর্যপূর্ণ। মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়ে যদি বামেদের দিকে ঘরো বা কংগ্রেসকে সমর্থন করে রাজ্যের বিরোধী হিসেবে, সেটা অনেক ইতিবাচক দিক। বিজেপির পিছিয়ে পড়াকে এভাবেই ব্যাখ্যা করেছে তৃণমূল। কেননা এবারের ভোটে বিজেপির প্রাপ্ত ভোট বিশাল ধাক্কা খেয়েছে। বিজেপি যেখানে কলকাতায় ২৮ শতাংশ ভোট পেয়েছিল একুশের নির্বাচনে, এবার কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট শতাংশ নেমে গিয়েছে ১০-এর নিচে।

বামেদের পাশাপাশি কংগ্রেসও অস্তিত্ব রক্ষা করেছে
আর বামেরা তাদের প্রাপ্ত ভোট বাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। পরিসংখ্যান বলছে, অন্তত আটটি বরোতে বামফ্রন্ট দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপিকে পিছনে ফেলে। বামেদের পাশাপাশি কংগ্রেসও দুটি ওয়ার্ডে জয়ী হয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে। অপেক্ষাকৃত ভালো ফল করেছে। অন্তত একুশের নির্বাচনের তুলনায় এই ফল আশাব্যাঞ্জক।