For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হবে মহাজোট, আব্বাসকে বার্তা বাম-কংগ্রেসের

ভোটার নির্ঘণ্ট প্রকাশ হয়েছে বাংলায়। এবার আর কালবিলম্ব না করে মহাজোটের আসন রফা সেরে ফেলতে বদ্ধপরিকর কংগ্রেস। বামেদের সঙ্গে আসনরফা হয়ে গিয়েছে পিরজাদা আব্বাস সিদ্দিকির।

Google Oneindia Bengali News

ভোটার নির্ঘণ্ট প্রকাশ হয়েছে বাংলায়। এবার আর কালবিলম্ব না করে মহাজোটের আসন রফা সেরে ফেলতে বদ্ধপরিকর কংগ্রেস। বামেদের সঙ্গে আসনরফা হয়ে গিয়েছে পিরজাদা আব্বাস সিদ্দিকির। কংগ্রেসের সঙ্গে শুধু জট পাকিয়ে রয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শনিবার বাংলায় ফিরছেন। ওইদিনই তিনি সমস্ত জট কাটিয়ে একসঙ্গে পথ চলার ব্যবস্থা করবেন।

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধীর

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধীর

শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কলকাতায় পা দিয়েই সিপিএম তথা বামফ্রন্টের সঙ্গে বৈঠক করবেনু। তারপর আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর ২৮ ফেব্রুয়ারি বাম-কংগ্রেসের বিগ্রেডের সভা থেকেই ঘোষণা হবে মহাজোটের নির্বাচনী পথচলার কথা।

বামফ্রন্ট ৩০টি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে

বামফ্রন্ট ৩০টি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে

বাম-কংগ্রেসের জোটের আসনরফা প্রায় চূড়ান্ত হওয়ার মাঝেই আব্বাস সিদ্দিকির দলের জোটের সঙ্গে পথ চলার ইচ্ছা প্রকাশেই থমকে যায় আলোচনা। প্রথমেই ৪০ থেকে ৪৫ আসনের দাবি জানিয়ে আসন রফার আলোচনা শুরু করেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সিপিএম তথা বামফ্রন্ট তাদের ৩০টি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

কংগ্রেসের সঙ্গেও আসন সমঝোতা এখনও বাকি

কংগ্রেসের সঙ্গেও আসন সমঝোতা এখনও বাকি

এখন ১০ থেকে অন্তত ১২টি আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্ব রয়ে গিয়েছেন আব্বাসের দল আইএসএফের। বামফ্রন্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সঙ্গে আইএসএফের আসন সমঝোতা হয়ে গিয়েছে। কংগ্রেসের সঙ্গেও আসন সমঝোতা হয়ে যাবে বে তাঁরা আশাবাদী। আমরা তৃণমূল ও বিজেপিকে হারানোর জন্য জোটবদ্ধ হয়েছি।

আব্বাস সিদ্দিকির হাতে সংখ্যালঘু ভোট, বড় ফ্যাক্টর

আব্বাস সিদ্দিকির হাতে সংখ্যালঘু ভোট, বড় ফ্যাক্টর

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, অধীর চৌধুরী শনিবার আসছেন। তিনি আসার পরই এই জোট ও আসনরফা নিয়ে আলোচনা হবে। বাম-কংগ্রেসের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে বলে মনে করছে নেতৃত্ব। সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ আব্বাস সিদ্দিকির হাতে রয়েছে। সেই ভোটটা একটা বড় ফ্যাক্টর।

English summary
Left Front and Congress announce grand alliance will be finalized with Abbas Siddiqui in Bengal Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X