For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাছাকাছি এসেও ভেস্তে গেছে বাম-কংগ্রেস জোট, ‘একলা চলো’ মডেলেই ভরসা অশোকের

২০১৬-র পর ২০২১-এও জোট করে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল বামফ্রন্ট ও কংগ্রেস। তারপর উপনির্বাচনে এবং কলকাতা পুরসভা নির্বাচনেও কেঁচে যায় জোট। এবার চার পুর নিগমের ভোটেও জোট হচ্ছে না বামফ্রন্ট ও কংগ্রেসের।

Google Oneindia Bengali News

২০১৬-র পর ২০২১-এও জোট করে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল বামফ্রন্ট ও কংগ্রেস। তারপর উপনির্বাচনে এবং কলকাতা পুরসভা নির্বাচনেও কেঁচে যায় জোট। এবার চার পুর নিগমের ভোটেও জোট হচ্ছে না বামফ্রন্ট ও কংগ্রেসের। প্রার্থী ঘোষণায় স্পষ্ট হয়ে গিয়েছে উভয় দল এবারও জোট গড়ে নির্বাচনে লড়াইয়ের পথে হাঁটছে না।

বাম-কংগ্রেস জোটবদ্ধ হল না শিলিগুড়ি পুরভোটে

বাম-কংগ্রেস জোটবদ্ধ হল না শিলিগুড়ি পুরভোটে

কলকাতা ভোটে জোট ভেস্তে যাওয়ার পরও শিলিগুড়ি পুরভোটে বাম-কংগ্রেস কাছাকাছি আসতে পারে বলে মনে করেছিল রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ ২০১৫ সালে শিলিগুড়ি পুরসভা ভোটের পর জোট গড়ে বোর্ড তৈরি করেছিল বামফ্রন্ট ও কংগ্রেস। ফলে এই পুরসভায় অন্তত বাম-কংগ্রেস জোটবদ্ধ হয়ে নির্বাচনী যুদ্ধে নামতে পারে বলে মনে করা হয়েছিল।

জোটের আলোচনা শুরু করেও পিছন থেকে ছুরি

জোটের আলোচনা শুরু করেও পিছন থেকে ছুরি

শিলিগুড়ি পুরভোটের আগে বামফ্রন্ট ও কংগ্রেস জোট গড়ার আলোচনাও শুরু করেছিল। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। আসন সমঝোতা নিয়ে বোঝাপড়া চূড়ান্ত হয়নি। তার আগেই বামেরা প্রার্থী ঘোষণা করে দেওয়ায় ভেস্তে গিয়েছে জোট। কংগ্রেসের দাবি, জোটের আলোচনা শুরু করেও পিছন থেকে ছুরি মারা হয়েছে।

চারটি আসন ফাঁকা রেখে প্রার্থী ঘোষণা বামেদের

চারটি আসন ফাঁকা রেখে প্রার্থী ঘোষণা বামেদের

কংগ্রেসের দাবি, শিলিগুড়ি পুরসভায় ৪৭ ওয়ার্ডের মধ্যে মাত্র ১৫ব আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিল কংগ্রেস। কিন্তু তাতে রাজি হয়নি বামেরা। বামেরা ১২ আসনের বেশি ছাড়তে রাজি হয়নি। তারপর বামেরা বৈঠকের পর একলা চলার সিদ্ধান্ত নেয়। কংগ্রেসের জেতা চারটি আসন ফাঁকা রেখে প্রার্থী ঘোষণা করে দেয়।

অশোক মডেলেই পুরভোটে ভালো ফলের আশা

অশোক মডেলেই পুরভোটে ভালো ফলের আশা

এরপর জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকারও সাফ জানিয়ে দেন, তাঁরাও জোটের পথে হাঁটছেন না। তাঁরাও পাল্টা প্রার্থী ঘোষণা করে দেয়। ১৫টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করে দেয় কংগ্রেস। কংগ্রেসে চাপ তৈরি করলেও বামেরা সরে আসেনি তাদের অবস্থান থেকে। বামেদের আশা, অশোক মডেলেই পুরভোটে ভালো ফল হবে। পরবর্তী সময়ে আরও ১৮ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। এরফলে বামফ্রন্ট ও কংগ্রেস ২৯টি ওয়ার্ডে সম্মুখ সমরে অবতীর্ণ হওয়া চূড়ান্ত।

পুরভোটে বামেরা এককভাবে ভোটযুদ্ধে নামছে

পুরভোটে বামেরা এককভাবে ভোটযুদ্ধে নামছে

আসানসোল পুরভোটেও বাম ও কংগ্রেসের মধ্যে জোট হচ্ছে না। এখানেও বামেদের প্রার্থী ঘোষণার মধ্য দিয়েই বোঝা গেল বাম ও কংগ্রেসের জোট হচ্ছে না। বামেরা জোট না করে কলকাতা পুরভোটে অনেক ভালো ফল করেছে। সেই ধারা বজায় রেখে এবারও চার পুরভোটে বামেরা এককভাবে ভোটযুদ্ধে নামতে চলেছে।

জোট না করে তাঁদের হারানো গৌরব ফেরানো যায় কি না

জোট না করে তাঁদের হারানো গৌরব ফেরানো যায় কি না

সেইমতো কংগ্রেসের সঙ্গে আলোচনা শুরু হলেও জোট না করে তারা শেষপর্যন্ত একলা চলো নীতি নিয়েছে। তবে তার পাশাপাশি জানিয়েছে, যদি দেখা যায় কোথাও নির্দলকে দাঁড় করালে জয়ের সম্ভাবনা থাকে, তখন সেই পথ অনুসরণ করা হতে পারে কিছু ক্ষেত্রে। বামেরা দেখতে চাইছে, জোট না করে তাঁদের হারানো গৌরব ফেরানো যায় কি না।

English summary
Left Front and Congress alliance is cancelled after seat sharing discussion for Municipal Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X