congress left front cpm tmc trinamool congress assembly election west bengal assembly election 2021 west bengal কংগ্রেস বামফ্রন্ট সিপিএম তৃণমূল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ পশ্চিমবঙ্গ politics
আব্বাসের ধাক্কায় বাম শরিকরা ‘সসেমিরা’ অবস্থায়, একুশের আগে অস্বস্তি মহাজোটে
বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির মহাজোটে এখন শরিকরা ঘোরতর সমস্যা পড়েছে। এখনও আব্বাসকে নিয়ে কিন্তু কিন্তু আছে অনেকেরই। তবু বৃহত্তর স্বার্থে তাঁরা আসন ছাড়তে রাজি হচ্ছে। কিন্তু কিছু আসনে সমস্যা রয়েছে বাম-শরিকদেরও। কংগ্রেস যেমন জেতা আসন ছাড়তে নারাজ, তেমনই জোট শরিকরাও সিপিএমোর মতো দরাজ হতে পারছে না।

বামেদের তিন শরিকের আসন তাৎপর্যপূর্ণভাবে কমেছে
মহাজোটে আব্বাস সিদ্দিকির এন্ট্রিতে এখন কিছু সমস্যা তৈরি হয়েছে। পিরজাদা আব্বাস সিদ্দিকিকে আসন ছাড়া নিয়ে হোঁচট খাচ্ছে কংগ্রেস ছাড়াও বামে-শরিকরা। বাম-শরিকদের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছে। আব্বাসের সঙ্গে জোটে তাদের উপরও কোপ পড়তে চলেছে। বামেদের প্রধান তিন শরিকের আসন তাৎপর্যপূর্ণভাবে কমেছে।

বামশরিকরা কত আসন ছাড়ছেন পিরজাদা আব্বাসকে
আব্বাসকে আসন ছাড়তে গিয়ে সিপিআইয়ের আসন সংখ্যা ১৪ থেকে নেমে এসেছে ১০-এ। ফরওয়ার্ড ব্লকের আসন সংখ্যা ৩৪ থেকে নেমে এসেছে ১৮-তে। আর আরএসপির আসনসংখ্যা ২২ থেকে ১৬-তে। এই প্রথম নন্দীগ্রামে প্রার্থী দিতে পারছে না সিপিআই। এখান থেকে ভোটে লড়বেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।

আব্বাসের সঙ্গে মহাজোটের স্বার্থে শরিকদলের স্বার্থত্যাগ
সিপিএম গতবার নির্বাচনে জেতা আসনও হেলায় ছেড়ে দিচ্ছে আব্বাসের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে। কিন্তু কংগ্রেস তাদের জেতা আসন আব্বাসকে ছাড়তে নারাজ। আবার বাম শরিকদের আসনেও কোপ পড়েছে। স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট বাম শরিকরা। তবু জোটের স্বার্থে শরিকদলের নেতারা মুখ খুলছেন না।

আব্বাসকে নিয়ে জোট, রফাসূত্রে শরিকদের স্বার্থ
আব্বাসের সঙ্গে জোট নিয়ে বাম শরিকদের মধ্যে এখনও দ্বন্দ্ব রয়েছে। সিপিএম জানিয়েছে, শরিকদের ক্ষতি করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। আব্বাসকে নিয়ে অনেকের মধ্যে এখনও কিন্তু কিন্তু আছে, তা মেটানোর চেষ্টা করা হচ্ছে। সিপিএম জানিয়েছে বামেদের তিনটি আসন নিয়ে এখনও রফাসূত্র বের হয়নি। যার মধ্যে উত্তর ২৪ পরগান দুটি ও দক্ষিণ ২৪ পরগনার একটি আসন রয়েছে।

কাটল না সংকট, অবশেষে পণ্ডিচেরীতে জারি রাষ্ট্রপতি শাসন, অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ের জানা-অজানা নানা মুহূর্তের ছবি