For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ, প্রজাতন্ত্র দিবসে রাজ্য জুড়ে রেকর্ড সংখ্যক সভা বাম-কংগ্রেসের

সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ, প্রজাতন্ত্র দিবসে রাজ্য জুড়ে রেকর্ড সংখ্যক সভা বাম-কংগ্রেসের

  • |
Google Oneindia Bengali News

সারা দেশে ৭১ তম প্রজাতন্ত্র দিবসের দিনেই পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৫ হাজার সভা করল বাম কংগ্রেস। যা সাম্প্রতিক কালে রেকর্ড। এই সব সভার সবই হয়েছে সিএএ এবং এনপিআর-এর বিরুদ্ধে। শুধুমাত্র কলকাতাতেই সভা হয়েছে ৬০ টি।

 সব ওয়ার্ড এবং পঞ্চায়েতে সভা

সব ওয়ার্ড এবং পঞ্চায়েতে সভা

৭১ তম প্রজাতন্ত্র দিবসে বাম কংগ্রেস নেতারা প্রায় সব পুরসভার ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় সভা করেন। বক্তাদের তালিকায় ছিলেন সোমেন মিত্র থেকে বিমান বসুদের মতো ব্যক্তিরা। এন্টালি এলাকায় দুজন যোগ দিয়েছিলেন। বিমান বসু সংবিধান রক্ষার শপথ নেন। আর সোমেন মিত্র সুরে সুর মিলান। ঢাকুরিয়ায় পথে নামতে দেখা গিয়েছে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যকে।

 সংবিধান বাঁচানোর শপথ

সংবিধান বাঁচানোর শপথ

এইসব সভাগুলি চলার সময় বাম ও কংগ্রেস নেতা-কর্মীরা ভারতের সংবিধান বাঁচানোর শপথ নেন। পাশাপাশি নাগরিকদের মধ্যে কোনও বিভাজন চলবে না বলেও জানিয়ে দেওয়া হয়।

আরও বেশি সংখ্যায় পথে নামার আবেদন

আরও বেশি সংখ্যায় পথে নামার আবেদন

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাধারণ মানুষকে আরও বেশি সংখ্যায় সিএএ-র বিরুদ্ধে পথে নামার আহ্বান জানান।

 বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের ডাক

বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের ডাক

রাজ্যে বিজেপি ও তৃণমূল, উভয়ের বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিয়েছেন বিমান বসু।

গান্ধীজিকে 'আরও একবার খুন হতে দেব না'! এবার সরব বিজেপির প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা গান্ধীজিকে 'আরও একবার খুন হতে দেব না'! এবার সরব বিজেপির প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা

English summary
Left and Congress organises around 5000 joint meetings on republic day in West Bengal against CAA and NPR. There were 60 meetings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X