For Quick Alerts
For Daily Alerts
বিহারের ফল থেকে শিক্ষা! উদ্যোগী কংগ্রেস, ফের বৈঠকে বামেদের সঙ্গে বৈঠক
বিহারের ভোট পর্ব মিটেছে। এবার পালা পশ্চিমবঙ্গের। মধ্যের সময়টা খুবই অল্প। এরই মধ্যে লড়াইয়ের রূপরেখা তৈরি করতে হবে। তার জন্যই মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে রাজ্যের বাম ও কংগ্রেস নেতৃত্ব (left congress)। ক্রান্তি প্রেসে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।
{photo-feature}

কলকাতাঃ কালীঘাটে দুস্থদের ভাইফোঁটা দিলেন ভারতী ঘোষ
পিকের সমালোচনা করে শুভেন্দুর প্রশংসা! তৃণমূল জেলা সভাপতির সামনে সরব বিধায়ক