নেতাজি-জয়ন্তীতে ‘জয় শ্রীরাম’ স্লোগান, প্রতিবাদে মমতার সঙ্গে সুর মেলালেন অধীর-বিমানরা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই সরকারি অনুষ্ঠানের মাঝে জয় শ্রীরাম স্লোগান সমগ্র জাতির মাথা হেঁট করে দিয়েছে। তৃণমূলের এই দাবির সমর্থনেই গলা মেলালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এমনকী বিজেপির শমীক ভট্টাচার্যও বললেন এই ঘটনা অভিপ্রেত নয়।

শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উভয়েই মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার অনুরোধ করতেই শুরু হয়ে যায় জয় শ্রীরাম স্লোগান। মমতা বন্দ্যোপাধ্যায় পোডিয়ামে উঠে ধন্যবাদ জানিয়ে এই ঘটনার প্রতিবাদে বক্তব্য না রেখেই নেমে যান।
তারপরই রাজনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে সরকারি অনুষ্ঠানে এভাবে দলীয় স্লোগান তুলে মুখ্যমন্ত্রীকে অপমান করার জন্য। এই ঘটনা নিন্দনীয় ও লজ্জাজনক বলে ব্যাখ্যা করেন তাঁরা। অধীর চৌধুরী বলেন, এটা পরিকল্পিত অপমান। বাংলার সংস্কৃতির সঙ্গে আদৌ খাপ খায় না।
বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও বলেন এটা সমীচিন নয়। এই ঘটনা দুর্ভাগ্যজনক। নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে এই ধরনের ঘটনা শোভা পায় না। স্মরণ রাখা উচিত ছিল এটা দলীয় কোনও অনুষ্ঠান নয়। যদিও কৈলাশ বিজয়বর্গীয় থেকে অমিত মালব্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকেই কটাক্ষ করেন।
শুধু ভিক্টোরিয়া মেমোরিয়ালই নয়, নেতাজি ভবন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বের হতেই একদল জয় শ্রীরাম ধ্বনি তোলেন। সুগত বসু বলেন, আজকের দিনে জয় হিন্দ স্লোগান দিলেই ভালো করতেন। এরপর প্রধানমন্ত্রী ভিক্টোরিয়া মেমোরিয়ালে নিজেই জয় হিন্দ স্লোগান দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। তিনি এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য না রেখে শুধু ধন্যবাদ দিয়ে নেমে যান পোডিয়াম থেকে। তীব্র প্রতিবাদে গর্জে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমন্ত্রণ করে কাউকে অপমান করা উচিত নয়।
মমতা বলেন, এটা সরকারি অনুষ্ঠান কোনও রাজনৈতিক দলের নয়। তাই সেই সৌজন্যটুকু রাখা উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বক্তব্য রাখার জন্য ঘোষণা করতেই একদল জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ওঠেন। তাতেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিবাদ করে বলেন, ডেকে এনে অপমান করার কোনও অর্থ হয় না।