For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গলমহলের ক্রিকেটারদের প্রশিক্ষণ দিলেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা

জঙ্গলমহলের ক্রিকেটারদের প্রশিক্ষণ দিলেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা

  • |
Google Oneindia Bengali News

জঙ্গলমহলের প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়দের তুলে আনার জন্য নিজে হাতে ক্রিকেটের প্রশিক্ষণ দিচ্ছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা।

জঙ্গলমহলের ক্রিকেটারদের প্রশিক্ষণ দিলেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা

গত ৭ জানুয়ারি ঝাড়গ্রামের আরএমএস ক্রিকেট একাডেমি এবং লক্ষীরতন শুক্লা স্পোর্টস একাডেমির যৌথ উদ্যোগে বিনামূল্যে ঝাড়গ্রামে ক্রিকেটের কোচিং ক্যাম্প শুরু হয়। ঝাড়গ্রাম রাজবাড়ীর ময়দানে এই ক্যাম্প করা হয়। ৭ জানুয়ারি ক্রিকেট একাডেমির উদ্বোধন করতে এসেছিলেন লক্ষ্মীরতন শুক্লা। উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন, তিনি প্রতি মাসে একবার করে আসবেন এখানকার খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়ার জন্য । সেইমতো এদিন তিনি ঝাড়গ্রামে আসেন। এদিন তিনি ক্রিকেটের বিভিন্ন রকম কৌশল রপ্ত করান প্রশিক্ষণরত খেলোয়াড়দের।

লক্ষ্মীরতন বলেন, আমার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করলে যদি এদের কোন লাভ হয়। এইজন্য এখানে এই একাডেমি খোলা হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। তাঁর কথায়, টাকার অভাবে কোন ছেলের যেন খেলার জন্য মাঠে আসা বন্ধ না হয়, সেটা দেখাই তাঁর লক্ষ্য। এই উদ্যোগকে তিনি পুরো রাজ্যে ছড়ানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী।

লক্ষ্মীরতন শুক্লা বলেছেন, তাঁর খুবই ভালো লাগছে দেখে যে একাডেমিতে আগে যেখানে ৩০-৩৫ জন ছেলে ছিল, তা এখন আড়াইশো তিনশ হয়ে গিয়েছে । এখানে ফ্রি তে এডমিশন নেওয়া হচ্ছে । মাঠে টাকা-পয়সা নিয়ে খেলার এই বিজনেস বন্ধ হোক, সেটাই তিনি চান বলে জানিয়েছেন লক্ষ্মীরতন।

English summary
Laxmi Ratan Sukla gives training to Jangalmahal's cricketers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X