For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনীতিতে আপাতত ইতি, বিজেপিতে যোগ দানের জল্পনা উড়িয়ে সাংবাদিক বৈঠকে কী বললেন লক্ষ্মী

রাজনীতিতে আপাতত ইতি, বিজেপিতে যোগ দানের জল্পনা উড়িয়ে সাংবাদিক বৈঠকে কী বললেন লক্ষ্মী

Google Oneindia Bengali News

সব জল্পনা উড়িয়ে শেষ সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করলেন লক্ষ্মীরতন শুক্লা। বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে লক্ষ্মী বলেন আপাতত তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। তবে বিধায়ক পদ ছাড়ছেন না। মানুষ নির্বাচিত হয়েছেন। তাই বিধায়ক পদে থেকে মানুষের ভরসা নষ্ট করতে চান না। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই মন্ত্রিত্ব ছেড়েছেন লক্ষ্মীরতন শুক্লা একই সঙ্গে দলের সব দায়িত্ব থেকেই অব্যহতি চেয়েছে। চাপে পড়েই লক্ষ্মীর পদত্যাগ বলে সরব হয়েছেন দলেরই একাধিক বিধায়ক নেতা।

রাজনীতি থেকে অবসর

রাজনীতি থেকে অবসর

রাজনীতি থেকে আপাতত অবসর নিচ্ছেন তিনি। বিজেপিতে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। জল্পনার অবসান ঘটালেন লক্ষ্মীরতন শুক্লা। পদত্যাগের পর প্রথম সাংবাদিক বৈঠকে লক্ষ্মীরতন শুক্লা দাবি করেছেন তিনি অন্য কোনও রাজনৈতিক দলে যাওয়ার কোনও পরিকল্পনা এখনও করেননি। আপাতত রাজনীতি থেকে অবসর নিতে চান। তবে বিধায়ক পদ তিনি ছাড়েননি বলে জানিয়েছেন। তবে কিছু জিনিস সংবাদ মাধ্যমের সামনে না আসাই ভাল বলে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন লক্ষ্মী।

ধোঁয়াশা জিইয়ে রাখলেন লক্ষ্মী

ধোঁয়াশা জিইয়ে রাখলেন লক্ষ্মী

সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করলেও ধোঁয়াশা িজইয়ে রাখলেন লক্ষ্মীরতন শুক্লা। তিনি সাংবািদক বৈঠকে বলেছেন কিছু জিনিস রাস্তায় না আসাই ভাল। সেটা ভেতরে থাকাই ভাল। তাহলে কি সত্যিই গোষ্ঠিদ্বন্দ্বের শিকার হয়েছেন লক্ষ্মী। এই নিয়ে কিছুতেই প্রকাশ্যে কিছু বলতে চাননি লক্ষ্মী রতন শুক্লা। তবে গতকাল তাই মন্ত্রিত্ব থেকে ইস্তফার পর অরূপ রায়ের বিরুদ্ধে আঙুল উঠতে শুরু করেছিল। লক্ষ্মীর সরে যাওয়ার পিছনে অরূপ রায়ই দায়ী বলে অভিযোগ করেছিলেন একাধিক তৃণমূল নেতা বিধায়ক।

খেলাতেই মনোনিবেশ

খেলাতেই মনোনিবেশ

খেলোয়াড় ছিলেন। মাঝে রাজনীতিতে আসা। আবার খেলাতেই মনোনিবেশ করতে চান। জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। সকালেই নিজের ফেসবুক পোস্টেও একটি খেলার ভিডিও পোস্ট করে সেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করে তার পরবর্তী পদক্ষেপেকর ইঙ্গিত দিয়েছিলেন লক্ষ্মীরতন শুক্লা। ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন আ ট্রু লিডার / ক্যাপটেন নট অনলি প্লেস, বাট অসলো মেকস হিস টিম প্লে।

লক্ষ্মীর পদত্যাগে তোলপাড়

লক্ষ্মীর পদত্যাগে তোলপাড়

হঠাৎ করেই পদত্যাগ করেন লক্ষ্মীরতন শুক্লা। তারপরেই তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে। হাওড়ায় লক্ষ্মীকে কাজ করতে দেওয়া হচ্ছিল না বলেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বলে অভিযোগ করেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। তিনি প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন দলে কিছু উইপোকা রয়েছে তাঁদের না সরালে আরও অনেক ভাল নেতা দল থেকে চলে যাবেন।

শুভেন্দু অধিকারীকে উইপোকার সঙ্গে তুলনা! বিজেপি নেতাদের আক্রমণ করতে গিয়ে আর কী বললেন সোহম চক্রবর্তীশুভেন্দু অধিকারীকে উইপোকার সঙ্গে তুলনা! বিজেপি নেতাদের আক্রমণ করতে গিয়ে আর কী বললেন সোহম চক্রবর্তী

English summary
Laxmi Ratan Sukla claimed he will leave politics now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X