For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপের সঙ্গে বিচারপতি চন্দের ছবি 'ফাঁস'! নন্দীগ্রাম মামলার নিরপেক্ষ শুনানি হওয়া নিয়ে প্রশ্ন তৃণমূলের

ভোট মিটতেই ফের নন্দীগ্রাম সংঘাত। তবে এবার লড়াই এবার কলকাতা হাইকোর্টে। ভোট গণনা কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ শুক্রবার সেই মামলার শুনানি শুরু হয় বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল ব

  • |
Google Oneindia Bengali News

ভোট মিটতেই ফের নন্দীগ্রাম সংঘাত। তবে এবার লড়াই এবার কলকাতা হাইকোর্টে। ভোট গণনা কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ শুক্রবার সেই মামলার শুনানি শুরু হয় বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে।

নন্দীগ্রাম মামলার নিরপেক্ষ শুনানি হওয়া নিয়ে প্রশ্ন তৃণমূলের

যদিও এদিন এই মামলার শুনানি পিছিয়ে যায়। কারণ, এই মামলায় আবেদণকারীকে নিজে আদালতে উপস্থিত থাকতে হয়। এদিন আবেদনকারী আদালতে উপস্থিত না থাকায় মামলা পিছিয়ে যায়। তবে বিতর্ক অন্য জায়গাতে তৈরি হয়েছে।

Recommended Video

বিচারপতির বিজেপি ঘনিষ্ঠতা,নিরপেক্ষতা বজায় থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করে আইনজীবীদের একাংশের বিক্ষোভ

যে বেঞ্চে এই মামলা হয়েছে তা নিয়েই বিতর্ক। আইনজীবীদের একাংশের অভিযোগ, বিচারপতি বিজেপির একটা সময় সক্রিয় সদস্য ছিলেন। সেখানে তৃণমুলের দায়ের করা মামলার বিচার নিয়ে সন্দেহ প্রকাশ আইনজীবীদের।

আর তাই অবিলম্বে এই বেঞ্চ বদলের দাবি জানানো হয়েছে আইনজীবীদের একাংশের তরফে। কার্যত নজিরবিহীন ভাবে বিক্ষোভে ফেটে পড়েন আইনজীবীদের একাংশ।

হাই কোর্ট চত্বরের মধ্যেই এই বিক্ষোভ চলে। মুখে কালো মাস্ক এবং হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। যদিও এদিন শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দেখান আইনজীবীদের। তবে এদিন আইনজীবীরা যে পোস্টার ব্যবহার করেছেন তাতে লেখা, 'বিচারব্যবস্থার সঙ্গে রাজনীতি করবেন না'।

শুধু আইনজীবীরাই নয়, তৃণমুলের তরফেও একের পর এক টুইট করা হয়েছে। টুইট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। টুইট করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনও। কুণাল ঘোষ বিচারপতি চন্দের সঙ্গে দিলীপ ঘোষের একটি ছবি পোস্ট করেছেন।

আর সেই ছবি পোস্ট করে কুনালের দাবি, ''বিচারপতি কৌশিক চন্দ বিজেপিদরদী। নন্দীগ্রাম মামলা তাঁর হাতে নিরপেক্ষ থাকবে কি? অনুরোধ, বিচারপতি চন্দ মামলাটি ছেড়ে দিন।''

শুধু টুইট করাই নয়, কুণাল বলেন, নন্দীগ্রামের মামলাটি যথেষ্ট স্পর্শকাতর মামলা। যাকে বিজেপির লিগ্যাল সেলের অনুষ্ঠানে বসে থাকতে দেখা যাচ্ছে তিনি কীভাবে নিরপেক্ষ ভাবে এই মামলার শুনানি করবেন? প্রশ্ন তৃণমূল নেতার।

অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন। এরপর কয়েকটি প্রশ্ন করেছেন তিনি। আদতে প্রশ্ন নয়, কটাক্ষ বলা চলে।

একটি ছবিতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষের পাশে বসে আছেন বিচারপতি কৌশিক চন্দ। দ্বিতীয় ছবিতে বিজেপির লিগাল সেলের অনুষ্ঠানে বিচারপতিকে বসে থাকতে দেখা যাচ্ছে। ছবি দুটি পোস্ট করে ডেরেক লিখেছেন, 'ইনিই কি হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ? এনার বেঞ্চেই কি নন্দীগ্রাম মামলার শুনানি হচ্ছে?' বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

উল্লেখ্য, কৌশিক চন্দ বিজেপির হয়ে একাধিক মামলা লড়েছেন। তৃণমূল ক্ষমতায় আসার পরেই ইমাম ভাতা চ্যালেঞ্জ করে মামলা হয়। সেই মামলায় বিজেপির হয়ে সওয়াল করেছিলেণ বিচারপতি চন্দ। শুধু তাই নয়, রাজ্যের বিরুদ্ধে একাধিক মামলাতে বিজেপির হয়ে সওয়াল করেছেণ বিচারপতি চন্দ।

আর সেই বিষয়টিকে সামনে এনেই তৃণমূলের প্রশ্ন, নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ মামলার শুনানি হবে তো নিরপেক্ষভাবে। শুধু তাই নয়, বেঞ্চ বদলের আবেদনও জানানো হচ্ছে প্রধান বিচারপতির কাছে।

English summary
lawyers protest at calcutta high court over nandigram case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X