হাইকোর্ট খুললেও কাজে যোগ দিচ্ছেন না আইনজীবীরা
আগামী ১১ জুন থেকে এজলাসে মামলার শুনানি শুরু করার যে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তার সত্বেও সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আগামী ১১ তারিখ থেকে কাজে যোগ দিচ্ছেন না আইনজীবীরা।

বার এসোসিয়েশন সূত্রে খবর, কোর্টে উপস্থিত হয়ে শুনানির যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তাতে আইনজীবিদের সুরক্ষার ব্যাবস্থা যথাযথ করা হয় নি তাই কাজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবীরা।
হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক ঢন্ঢনিয়া জানান, কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সংগঠন যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামী ১১ জুন থেকে আদালতে হাজির হয় শুনানিতে উপস্থিত থাকবে না। আইনজীবিদের চিকিৎসা সংক্রান্ত যে আবেদন করা হয়েছিল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সেবেপারে কোনো ব্যবস্থার নেওয়া হয় নি। এবং নির্দিষ্ট কিছু মামলার শুনানি হবে বলা হয়েছে। আইনজীবিদের দাবি, সব মামলারই শুনানি হোক।

আর্থিক মন্দায় ডুবে যাবে ভারতীয় অর্থনীতি, উদ্বেগের কথায় যে বার্তা দিল বিশ্বব্যাঙ্ক