For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অতিপ্রবল বৃষ্টিতে ২ জেলায় জারি লাল ও ৫ জেলায় কমলা সতর্কতা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

অতিপ্রবল বৃষ্টিতে ২ জেলায় জারি লাল ও ৫ জেলায় কমলা সতর্কতা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

  • |
Google Oneindia Bengali News

অতিপ্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলস্ফীতি। তারই মধ্যে দুই জেলার জন্য লাল সতর্কতা (red warning) জারি করল আবহাওয়া (weather) দফতর। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলির জন্য কমলা সতর্কতাও (orange warning) জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত বজ্রবিদ্যুৎ-সহ হাল্তা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

পূর্ব-পশ্চিম অক্ষরেখার সঙ্গে রয়েছে প্রচুর জলীয় বাষ্প

পূর্ব-পশ্চিম অক্ষরেখার সঙ্গে রয়েছে প্রচুর জলীয় বাষ্প

আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখা। যা পশ্চিমে হরিয়ানা থেকে পূর্বে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। মধ্যে যা উত্তরপ্রদেশ বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং অসমের ওপর দিয়ে গিয়েছে। অন্যদিকে
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপস্থিতিও রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির ওপরে। যে কারণে প্রবল বৃষ্টিপাত।

 আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৯ জুনের মধ্যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাত হবে।

উত্তরবঙ্গে লাল ও কমলা সতর্কতা

উত্তরবঙ্গে লাল ও কমলা সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় এদিন অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া এদিন কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর ও দক্ষিণদিনাজপুর জেলায়।১৭ জুন শুক্রবারেও কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর। ওইদিন উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।১৮ জুন থেকে বৃষ্টির পরিমাণ কমার পূর্বাভাস রয়েছে। বলা হয়েছে, ওইদিন কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
১৯ জুনের জন্য আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে গিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গের ২ জেলায় অতিপ্রবল বৃষ্টিপাত

উত্তরবঙ্গের ২ জেলায় অতিপ্রবল বৃষ্টিপাত

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১৭ জুন শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই কারণেওই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহজেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। পরবর্তী দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত

দক্ষিণবঙ্গের হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত

এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও তেমন কোনও পরিবর্তন হবে না।আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ওসর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৮%।

 Weather Update: লেট রানে আ্রষাঢ়ের প্রথম দিনে দক্ষিণবঙ্গে বর্ষা! একনজরে উত্তরবঙ্গের আবহাওয়া Weather Update: লেট রানে আ্রষাঢ়ের প্রথম দিনে দক্ষিণবঙ্গে বর্ষা! একনজরে উত্তরবঙ্গের আবহাওয়া

English summary
Latest weather updt and forecast of monsoon in Kolkata and West Bengal for 16 June 2022 in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X