খুব শিগগির তাপমাত্রা নামতে পারে ২ ডিগ্রির মতো! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিনও কলকাতায় অস্বস্তির আবহাওয়া (Weather) । আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দিন তিনেক পরে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।


উত্তরবঙ্গের ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের মালদহকে বাদ দিয়ে সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদগকে বাদ দিয়ে বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী তিন দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এর পরের দুদিন তাপমাত্রা ২ ডিগ্রির মতো কমতে পারে।

দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের তরফে পরবর্তী ৪৮ ঘন্টায় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ৩ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পরের দুদিনে তাপমাত্রা ২ ডিগ্রির মতো কমতে পারে। শনিবার নাগাদ বীরভূম-মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অস্বস্তিকর আবহাওয়া কলকাতায়
এদিনও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে গত কয়েকদিনের মতোই, আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। এদিন জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭%।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৭.৩ (২৬.৪)
বহরমপুর ২৮.২ (২৭.২)
বাঁকুড়া ২৭.১ (২৬.৪)
বর্ধমান ২৬ (২৬)
কোচবিহার ২২.৩ (২৪.৬)
দার্জিলিং ১২ (১৩.২)
দিঘা ২৭.৪ (২৭.৭)
কলকাতা ২৮ (২৮.৭)
মালদহ ২৮.৪ (২৬.৬)
শিলিগুড়ি ২৪.৭ (২৫.৫)
শ্রীনিকেতন ২৭ (২৬.৭ )

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৪০.৯ ( ৪৩.৫)
বহরমপুর ৪২ (৪১.৪)
বাঁকুড়া ৪২.৭ (৪৩.৭)
বর্ধমান ৪০ (৪২.৪)
কোচবিহার ২৯.৩ (৩২.১)
দার্জিলিং ২১ (২১.৮)
দিঘা ৩৫.৭ (৩৫.৭)
কলকাতা ৩৭ (৩৭)
দমদম ৩৮.১ (৩৮.৭)
কৃষ্ণনগর ৪০.২ (৩৯.৬)
মালদহ ৩৬.৮ (৩৭.৯)
মেদিনীপুর ৪০.৫ (৪১.৫)
শিলিগুড়ি ৩০.৩ (৩২.২)
শ্রীনিকেতন ৪০.৫ (৪১.৯)
সোমবার থেকেই ভিজবে শহর, শুক্রবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের কথা শোনাল হাওয়া অফিস