Weather Update: ১৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে আকাশের মুখ ভার। বেলা বাড়তে সেভাবে সূর্যের মুখ দেখা যায়নি। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস এদিনই বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেলেও আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী তিন দিন তাপমাত্রা ক্রমশ কমবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৮ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে একমাত্র দার্জিলিং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ২৭ জানুয়ারি সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং বাদ দিয়ে বাকি জেলাগুলিতে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে একমাত্র কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে তার পরের ২ দিন সমতল এলাকার তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী ৫ দিন কোচবিহার বাদ দিয়ে বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ জানুয়ারি শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী তিন দিন রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে তারপরের দুদিন সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাধারি কুয়াশা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় সামান্য বেড়েছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবার সকালে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৫.৯ (১৬.৬)
বালুরঘাট ১২.৮ (১১.৬)
বাঁকুড়া ১৬.১ (১৫.৭)
ব্যারাকপুর ১৭ (১৫)
বহরমপুর ১৩.২ (১৩)
বর্ধমান ১৬.৪ (১৫.৮)
ক্যানিং ১৬.৪ ( ১৪.৪)
কোচবিহার ৮.৬ (১০.১)
দার্জিলিং ২.৪ (১.৬)
দিঘা ১৬.৩ (১৫.৫)
কলকাতা ১৬.৭ (১৫.৬)
মালদহ ১৫.৪ (১৬.২)
পানাগড় ১৬ (১৪.৮)
পুরুলিয়া ১৪.৫ (১৪.১)
শিলিগুড়ি ১০.৬ ( ১০.৭)
শ্রীনিকেতন ১৫.৭ (১৫.২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৩.৭)
বালুরঘাট ( ২৯.৬)
বাঁকুড়া (২৪.৬)
ব্যারাকপুর (২৬.৪)
বহরমপুর (২৫.২)
বর্ধমান (২৫)
ক্যানিং (২৩)
কোচবিহার (২৫.৭)
দার্জিলিং (৮.৬)
দিঘা (২৩.৪)
কলকাতা (২৫.৬)
মালদহ (২০.৮)
পানাগড় ( ২৪.৯)
পুরুলিয়া (২৩.৩)
শিলিগুড়ি (২৪.৭)
শ্রীনিকেতন (২৪.৯)