
Weather Update: কালবৈশাখীর জেরে কমবে তাপমাত্রা! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস
ঝাড়খণ্ডের ওপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখাও রয়েছে। যেকারণে রাজ্যের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি আগামী দিন দুয়েক তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ এপ্রিল শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার সকালের মধ্যে ঝড়ের কোনও পূর্বাভাস না দেওয়া হলেও, পরবর্তী ২৪ ঘন্টায় শিলাবৃষ্টির সঙ্গে সর্বোচ্চ ঘন্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী দুদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রা ফের ২-৪ ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের কোথাও হাল্কা কোথাও মাঝারি বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২২ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এইসব জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী দুদিন দিনের তাপমাত্রায় ২-৩ ডিগ্রি পতন হতে পারে। তবে এর পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হতে পারে।

কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা
আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে এই তাপমাত্রা বুধবারের থেকে কম। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিহ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪ (২৫.৬ )
বহরমপুর ২৫ (২৬.২ )
বাঁকুড়া ২৪.৮ (২৫.৬)
বর্ধমান ২৩ (২৫.২ )
কোচবিহার ২০ (১৯.৬)
দার্জিলিং ১১.৪ ( ১২)
দিঘা ২৭.৪ (২৭.২ )
কলকাতা ২৭.৭ (২৮.১)
মালদহ ২২.২ (২১.২)
শিলিগুড়ি ২৩ ( ১৮.৬)
শ্রীনিকেতন ২৩.৫ (২৬.২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৫.৭)
বাঁকুড়া (৩৬.৭)
বহরমপুর (৩৩.২)
বর্ধমান (৩৬.৮)
কোচবিহার ( ২৭.৭ )
দার্জিলিং ( ১৮.৪)
দিঘা ( ৩৪.৩)
কলকাতা ( ৩৪.৬)
মালদহ (৩০)
শিলিগুড়ি ( ২৯.৭)
শ্রীনিকেতন ( ৩৪.৫)
আকাশে কালো মেঘের আনাগোনা, আজই বৃষ্টিতে ভিজবে শহর, কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস