
বাংলার পারদ ৪০ ডিগ্রির কাছে! উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা, আবহাওয়ার পূর্বাভাস একনজরে
সকাল থেকেই পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের দুই জেলা বাদ দিলে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে একদিকে তাপমাত্রা বৃদ্ধি এবং অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেও জানানো হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফে।


উত্তরবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২২ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলা বাদ দিয়ে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। উল্লিখিত দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকবে বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২২ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ৪-৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও, তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি ওপরে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২২.২ (২২.৮)
বালুরঘাট ২০.৮ (১৯.৮ )
বাঁকুড়া ২২ (২২.৬)
ব্যারাকপুর ২১.৮ (২১.২)
বহরমপুর ২০.৪ (২০)
বর্ধমান ১৯.৪ (২১.৮)
ক্যানিং ২২.৪ (২২)
কোচবিহার ২১.১ (২১)
দার্জিলিং ১৩.৫ (১৪)
দিঘা ২৩.৬ (২২.৭)
কলকাতা ২৪.১ (২৩.৭)
মালদহ ২৪ (২৪.৫)
পানাগড় ২২.১ (২২)
পুরুলিয়া ২২.১ (২১.৫)
শিলিগুড়ি ২২.২ (২২.৬)
শ্রীনিকেতন ২১.৮ (২০.৯ )

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৮.৬ (৩৮.৪)
বালুরঘাট ৩১.৮ (৩২.২)
বাঁকুড়া ৩৮.৮ (৩৯.২)
ব্যারাকপুর ৩৬.৬ (৩৬.২)
বহরমপুর ৩৬.৬
বর্ধমান ৩৬ (৩৬)
ক্যানিং ৩৫.৬ (৩৬.৪)
কোচবিহার ৩৫.৪ (৩৬.৬)
দার্জিলিং ২১.২ (২১.২)
দিঘা ৩৩.৭ (৩৩.৯)
কলকাতা ৩৫.১ (৩৫.৫)
মালদহ ৩৭ (৩৭.৪)
পানাগড় ৩৮
পুরুলিয়া (৩৭.৭)
শিলিগুড়ি ৩৫.৮ (৩৬)
শ্রীনিকেতন ৩৬.৪ (৩৭)

তাপপ্রবাহের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে পশ্চিম মধ্যপ্রদেশের এদিন কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এরপরে তা কমে যাবে। এছাড়াও আগামী ৪-৫ দিন দেশের অন্য কোনও অংশে তাপপ্রবাহের সেরকম কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
পশ্চিমী হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। পশ্চিম রাজস্থান আগামী ২৪ ঘন্টায় ঘন্টায় ২৫ থেকে ৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দাবিদার অনেক, মণিপুরে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বিজেপির অন্দরে কোন্দল