
Weather Update: উত্তরে বারিধারা চলবে! দক্ষিণের ৪ জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস, একনজরে বাংলার আবহাওয়া
সকাল থেকে কলকাতা (kolkata)-সহ আশপাশের এলাকায় আকাশের মুখে ভার। রয়েছে অস্বস্তিকর আবহাওয়া। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ফের একবার ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছে গিয়েছে। আপাতত তাপমাত্রার (temperature) পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার (weather) পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৭ মে, মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতার কথা জানানো হয়েছে। আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে আপাতত হাল্কা বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ মে মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। ওই একই সময়ের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আপাতত সবকটি জেলাতেই দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।

কলকাতার আকাশ অংশত মেঘলা, বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শনিবার এই তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৩.৬
বহরমপুর ২৭
বাঁকুড়া ২৩
বর্ধমান ২৩.৮
কোচবিহার ২৪.৭
দার্জিলিং ১৫
দিঘা ২৮.৫
কলকাতা ২৪.২
মালদহ ২৫.৯
শিলিগুড়ি ২৫.৬
শ্রীনিকেতন ২০.২

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৪১.৮)
বহরমপুর (৩৬.৪)
বাঁকুড়া (৩৮.৫)
বর্ধমান (৩৭)
কোচবিহার (২৭.৩)
দার্জিলিং (১৯.২)
দিঘা ( ৩৫.২)
কলকাতা (৩৩.৮)
দমদম (৩৪.৭)
কৃষ্ণনগর (৩৬.২)
মালদহ (৩৫.৫)
মেদিনীপুর (৩৭)
শিলিগুড়ি (৩০.৪)
শ্রীনিকেতন (৩৬.৮)
রবিবার পর্যন্ত উত্তর - পশ্চিমে চলবে দাবদাহ , সোমবার থেকে ঝঞ্ঝায় মিলবে স্বস্তি