
Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
সকাল পেরিয়ে দুপুর পড়তেই আকাশের মুখ ভার। সঙ্গে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় দুপুর থেকে বিকেলের দিকে বৃষ্টিও হয়। আবহাওয়া (Weather) দফতরের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও, তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৬ এপ্রিল শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। গত ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এদিন উল্লিখিত জেলাগুলিতে সর্বোচ্চ ঘন্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ এপ্রিল শনিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যের সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পুরুলিয়ায় ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৯.৪)
বালুরঘাট (৩০.৬)
বাঁকুড়া (৩৯.২)
ব্যারাকপুর (৩৫.৮)
বহরমপুর (৩৭.২)
বর্ধমান (৩৮.২)
ক্যানিং ( ৩৪)
কোচবিহার (৩০.৮)
দার্জিলিং ( ১৯.২)
দিঘা (৩৪ )
কলকাতা (৩৪.১)
মালদহ (৩৪.৯)
পানাগড় (৩৭.৬)
পুরুলিয়া (৪১.৭)
শিলিগুড়ি (৩১)
শ্রীনিকেতন ( ৩৭.১)

বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দিকে প্রথমে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। তারপরে দুপুরে বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের তরফ থেকে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনো জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয় এবং সেখানে বৃষ্টিও হয়।
চৈত্র পূর্ণিমার দিন করুন এই বিশেষ প্রতিকার, মা লক্ষ্মীর কৃপা সর্বদা থাকবে আপনার ওপর