
Weather Update: সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল ৪২ ডিগ্রি! বাংলার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস একনজরে
সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। তবে এদিন দুপুরে বিভিন্ন সময়ে আবহাওয়া (weather) দফতরের দেওয়া সতর্কবার্তা উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।


উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১২ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। গত কয়েক দিনের মতোই আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। রবিবার দুপুরে বিভিন্ন সময়ে আবহাওয়া দফতরের তরফে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় পাহাড়ি এলাকার কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা ছিল। হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উত্তর দিনাজপুরেও সামান্য বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১২ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলা বাদ দিয়ে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। যে তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে সেগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রারও বড় কোনও পরিবর্তন হবে না। শনিবার রাজ্যের সমতল এলাকার মধ্যে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবারের তুলনায় এই তাপমাত্রা কিছুটা বেড়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৭
বালুরঘাট ২৩.৬
বাঁকুড়া ২৫.১
ব্যারাকপুর ২৫.৮
বহরমপুর ২৫.২
বর্ধমান ২৪.৬
ক্যানিং ২৫
কোচবিহার ২১
দার্জিলিং ১২.২
দিঘা ২৬.৫
কলকাতা ২৭.২
মালদহ ২৩.৫
পানাগড় ২৪.৬
পুরুলিয়া ২৪.১
শিলিগুড়ি ২২.৩
শ্রীনিকেতন ২৫.৪

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৮.৭ (৪১.৩)
বালুরঘাট ৩০.৬ (২৫.৬)
বাঁকুড়া ৪১.১ (৪২)
ব্যারাকপুর ৩৫ (৩৫.২)
বহরমপুর ৩৬.৮ (৩৬.২)
বর্ধমান ৩৮.৪ (৩৮)
ক্যানিং ৩৩.৪ (৩৫)
কোচবিহার ২৮ (২৫.৪)
দার্জিলিং ১৫ (১৬.৬)
দিঘা ৩৪.২ (৩৩.৬)
কলকাতা ৩৩.৯ (৩৩.৯)
মালদহ ৩২.৫ (৩২.৮)
পানাগড় ৩৮.৬ (৩৮.৬)
পুরুলিয়া ৪১.৫ (৪১.৩)
শিলিগুড়ি ২৮.৮ (২৭.৮)
শ্রীনিকেতন ৩৭ (৩৬.৭)
পেট্রোপণ্যের দাম আন্তর্জাতিক বাজারে কমল, মোদীর ভারতে পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত