ফের অস্বস্তির আবহাওয়ার মধ্যে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের পূর্বাভাস
মে মাসের ৮ তারিখে বঙ্গোপসাগরে (Bay of Bengal) যদি ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হয়, তাহলে তার প্রভাব থেকে বাদ যাবে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি। এদিন এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (weather) দফতর। তবে কতটা কিংবা কিরকং প্রভাব পড়বে, তা সময়ে সময়ে আবহাওয়া দফতর জানাতে থাকবে। এদিকে বৃহস্পতিবারের পরে শুক্রবারেও অস্বস্তির গরম ফিরে এসেছে। জেলারগুলিতে তাপমাত্রা বেড়েছে অনেকটাই।


উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে জানানো হয়েছে, ৭ মে শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এক্ষেত্রে সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার ৮ মে সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৭ মে শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৮ মে রবিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-স হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি দিন শুকনো থাকার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত গিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে ৯ মে থেকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব চলতে পারে ১০ থেকে ১৩ মে।

কলকাতার আকাশ আংশিক মেঘলা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ কিংবা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৬.৪ ও ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৩.২ (২৫.৯)
বহরমপুর ২২.৬ (২৬.২)
বাঁকুড়া ২২.৪ (২৬)
বর্ধমান ২১.৬ (২১)
কোচবিহার ২২.৪ (২২.৯)
দার্জিলিং ১৩.৪ (১১.৬)
দিঘা ২৬.৬ (২৭.৫)
কলকাতা ২৫.২ (২৬.৯)
মালদহ ২৪.৮ (২৪.৭)
শিলিগুড়ি ২২.৯ (২৪.৬)
শ্রীনিকেতন ২০.৬ (২৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৫.৭)
বহরমপুর (৩২.৪)
বাঁকুড়া (৩৫.৮)
বর্ধমান ( ৩৪)
কোচবিহার (৩৩)
দার্জিলিং (১৭.৬)
দিঘা ( ৩৫.৪)
কলকাতা (৩৬.১)
দমদম (৩৫)
কৃষ্ণনগর (৩৪.৮)
মালদহ (৩২.১)
মেদিনীপুর (৩৬.৬)
শিলিগুড়ি (৩২.৪)
শ্রীনিকেতন (৩৪)