
Weather Update: আপাতত গরম থেকে রেহাই উত্তরবঙ্গের! দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। অন্যদিকে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের আশপাশে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে।

উত্তরবঙ্গের ৫ জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৮ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। খুব হাল্কা থেকে হাল্কা বৃষ্টিপাত হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায়। মঙ্গলবার উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে আবহাওয়া শুকনো থাকবে
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৮ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাসে নেই। আগামী ৪-৫ দিন গিনের তাপমাত্রারও বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। মঙ্গলবার রাজ্যের পশ্চিমী জেলাগুলি বাদেও উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল। আর পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবারের তুলনায় এই তাপমাত্রা সামান্য কম। । মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৭ (২৪.৮)
বালুরঘাট ২৪.২ (২৬.৮)
বাঁকুড়া ২৫ (২৪.৭ )
ব্যারাকপুর ২৫.৪ (২৬)
বহরমপুর ২৫ (২৫.৪)
বর্ধমান ২৪.৬ (২৪.৮)
ক্যানিং ২৬ (২৫.৪)
কোচবিহার ২২ (২২.২)
দার্জিলিং ১২.২ (১২.৪)
দিঘা ২৬.২ (২৬.৬)
কলকাতা ২৬.৫ (২৬.৭)
মালদহ ২৬.৩ (২৫.৯)
পানাগড় ২৫.৩ ( ২৫.১)
পুরুলিয়া ২৪.৫ (২৪.৫)
শিলিগুড়ি ২৪.৩ (২৩.৫)
শ্রীনিকেতন ২৫.২ (২৪.৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৯.৮)
বালুরঘাট (৩৪)
বাঁকুড়া (৩৮.২)
ব্যারাকপুর (৩৩.৪)
বহরমপুর (৩৬.৬)
বর্ধমান (৩৬)
ক্যানিং (৩৩.২)
কোচবিহার (৩০.৩)
দার্জিলিং (১৯.২)
দিঘা (৩৪.১)
কলকাতা (৩২.৬)
মালদহ (৩৪.৫)
পানাগড় (৩৭.৫)
পুরুলিয়া (৩৯.৯)
শিলিগুড়ি (৩০.৫)
শ্রীনিকেতন (৩৫.৭)