For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একটির রেশ কাটতে না কাটতেই সাগরে অপর একটি নিম্নচাপ! বৃষ্টিস্নাত বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

ভোর রাত থেকে বৃষ্টি। যার জেরে বেশ কিছু জায়গায় জল জমে যায়। তবে দিনের আলো বাড়তেই বৃষ্টি থেমে গিয়েছে। বিকেলের দিকে সেই অস্বস্তিকর গরম। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চল

Google Oneindia Bengali News

ভোর রাত থেকে বৃষ্টি। যার জেরে বেশ কিছু জায়গায় জল জমে যায়। তবে দিনের আলো বাড়তেই বৃষ্টি থেমে গিয়েছে। বিকেলের দিকে সেই অস্বস্তিকর গরম। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৬ জুলাই অর্থাৎ সোমবার সকালে মধ্যে হিমালয়ের পাদদেশের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এববং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সোমবার নাগাদ হিমালয়ের পাদদেশের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

শনিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ জুলাই রবিবার সকালে মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলারগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৬ জুলাই সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গ উপকূলে ঘন্টায় ৪৫ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩১.৩ (৩২.১)
বালুরঘাট ৩৩ (৩৩)
বাঁকুড়া ৩১ (৩১.৩)
ব্যারাকপুর ৩০.৬ (৩০.৮)
বহরমপুর ৩৫ (৩৫.৬)
বর্ধমান ৩৪.৮ (৩২)
ক্যানিং ৩০ (৩০.৪)
কোচবিহার ৩৫.৪ (৩৪.৮)
দার্জিলিং ২১ (২০.৮)
দিঘা ৩২ (৩২)
কলকাতা ২৯.৩ (৩০.২)
মালদহ ৩২.২ (৩৪.৫)
পানাগড় ৩০.৮ (৩১.১)
পুরুলিয়া ৩১.৩ (৩১.৩)
শিলিগুড়ি ৩৪.১ (৩৩.৭)
শ্রীনিকেতন ৩০.৮ (৩৪.৪)

বুধবার নাগাদ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ

বুধবার নাগাদ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের নিম্নচাপটি বর্তমানে ঝাড়খণ্ড এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে। যা ক্রমশ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা আজমেড়, দাতিয়া হয়ে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের ওপরে থাকা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী বুধবার নাগাদ উত্তর বঙ্গোপসাগর এবং সন্নিহিত এলাকায় আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

তৃণমূলের 'অন্তর্দ্বন্দ্ব' প্রকাশ্যে! গুলি-বোমায় প্রাণ গেল যুবকর্মীর মায়ের, কলকাতার হাসপাতালে ওইকর্মী-সহ ২তৃণমূলের 'অন্তর্দ্বন্দ্ব' প্রকাশ্যে! গুলি-বোমায় প্রাণ গেল যুবকর্মীর মায়ের, কলকাতার হাসপাতালে ওইকর্মী-সহ ২

English summary
Due to possibility of another low pressure in Bay of bengal, rain may increase in South Bengal around Wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X