দক্ষিণে মৌসুমী অক্ষরেখা, উত্তরে ভারী বৃষ্টি! বাংলার জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
আকাশ কোনও কোনও সময় মেঘলা থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা বাড়বে। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে তা নেই। তবে সপ্তাহের মাধামাঝি সময়ে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।


উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ২ অগাস্ট সোমবার সকালে মধ্যে হিমালয়ের পাদদেশের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২-৩ দিন দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস নেই
রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জায়গাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে জেলারগুলির কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়া আগামী ২-৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আপাতত পরিষ্কার থাকলেও মাঝে মধ্যে মেঘলা হয়ে যেতে পারে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩২ (৩০.৩)
বালুরঘাট ৩২.৪ (৩১.৮)
বাঁকুড়া ৩২ (৩০)
ব্যারাকপুর ৩৩.৪ (৩১.৪)
বহরমপুর ৩৩.৬ (৩৫)
বর্ধমান ৩৬ (৩৫)
ক্যানিং ৩৩ (৩১ )
কোচবিহার ৩৪.৭ (৩২.৬)
দার্জিলিং ১৯.৮ (১৯)
দিঘা ৩৩.৩ (৩২.৮)
কলকাতা ৩৩.৮ (৩১)
মালদহ ৩১.৫ (৩২.৯)
পানাগড় ৩৩.২ (৩১.৫)
পুরুলিয়া ২৯.৩ (২৯.৫)
শিলিগুড়ি ৩২.৮ (৩১.১)
শ্রীনিকেতন ৩৪.২ (৩২)

দেশের আবহাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পূর্ব উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি সুষ্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। যা আগামী দুদিনে ক্রমশ পশ্চিমে পূর্ব রাজস্থানের দিকে অগ্রসর হবে। উত্তর মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তর প্রদেশের দিকেও অগ্রসর হবে সেটি। অপর একটি নিম্নচাপ দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। এর সঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠ থেকে ৪.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে তা সক্রিয়তা হারাবে। মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ উত্তর দিকে সরতে পারে। আর এর পশ্চিমাংশ সাধারণ অবস্থানের থেকে কিছুটা দক্ষিণ দিকে সরতে পারে। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে রয়েছে অনুগড়ের ওপর দিয়ে। হরিয়ানার ওপরে থাকা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে গিয়েছে সেটি। সেটি বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব উত্তর প্রদেশ, গয়া, দমকা, বাঁকুড়া, ডায়মন্ডহারবার হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর জেরে আগামী ৫ অগাস্টের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশে। বিচ্ছিন্নভাবে অতিরিক্ত বৃষ্টি হতে পারে পূর্ব মধ্য প্রদেশের ওপরে আর পশ্চিম মধ্যপ্রদেশে বৃষ্টি চলতে পারে ২ অগাস্ট পর্যন্ত।
আগামী ৫ অগাস্টের মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পূর্ব রাজস্থানে। বিচ্ছিন্নভাবে এদিন অতিরিক্ত বৃষ্টি হতে পারে পূর্ব রাজস্থানে। পশ্চিম রাজস্থানে বৃষ্টি চলতে পারে ২ অগাস্ট পর্যন্ত।
এছাড়াও উত্তর ভারতের ওপরে যে বৃষ্টি চলছে, তা চলবে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তর প্রদেশে। ৫ অগাস্টের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে হরিয়ানায়।
আগামী তিন থেকে চারদিনে বৃষ্টি কমবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে যথা কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটকে। সংলগ্ন মধ্যভারত, মহারাষ্ট্র, গুজরাতেও বৃষ্টির পরিমাণ কমবে আগামী কয়েকদিনে।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গেই ভ্যাপসা গরম আসন্ন ইলিশের মরশুমে! বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে