For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবহাওয়ার খবর: রবিবাসরীয় দুর্যোগের বৃষ্টির পর সোমবার থেকে বাংলার বৃষ্টিচিত্র কেমন থাকবে! জলযন্ত্রণায় শহর

  • |
Google Oneindia Bengali News

অঝোর বর্ষণ রাতভর। বৃষ্টি যেন থামার নাম নিচ্ছে না! রবিবাসরীয় রাতে যে বর্ষণ প্রথমে সুখদায়ী হয়ে শুরু হয়েছিল রাত বাড়তেই তা যেন ভয়াল চেহারা নিতে শুরু করে। ১৯ সেপ্টেম্বরের রাত কলকাতা শহর জুড়ে যে বর্ষণ শুরু হয়েছিল, তার জেরে কল্লোলিনী তিলোত্তমায় বহু অংশে জল জমতে শুরু করেছে। রাতের পর ভোররাতে সূর্যের আলো ফুটতেই তা কালো মেঘের আস্তরণে ঢেকে যায়। শুধু রবিবারই নয়, সোমবারও একই অবস্থা থাকতে পারে রাজ্যে বিভিন্ন জেলায়। একনজরে দেখে নেওয়া যাক, সোমবার থেকে আবহাওয়ার গতিবিধি নিয়ে পূর্বাভাস কী বলছে?

জোড়া ঘূর্ণাবর্তের সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা

জোড়া ঘূর্ণাবর্তের সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা

বৃষ্টির থেকে এখনই রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। ঠিক দুর্গাপুজোর কাউন্টডাউনের পালা যে সময় থেকে শুরু হওয়ার কথা, সেই সময় থেকেই ঠিক প্রবল বর্ষণে , কালো মেঘে আকাশ ঢেকেছে! স্বভাবতই বিরক্ত নগরবাসী। এদিকে, আবহাওয়ার পূর্বাভাস বলছে, জোড়া ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখায় ভর করে প্রবল বর্ষণের পালা সবে শুরু হয়েছে। এরপর রয়েছে আরো বর্ষণের সম্ভাবনা। ফলে রবিবারের পর, সোমবারও প্রবল বর্ষণ আসন্ন বলে জানা গিয়েছে। রবি ও মঙ্গলবার দুটি পৃথক প্রক্রিয়া তৈরি হওয়ার কথা বঙ্গোপসাগরে। যার প্রভাবে বৃষ্টিস্নান শুরু করেছে দক্ষিণবঙ্গ।

উত্তরেও প্রবল বর্ষণ!

উত্তরেও প্রবল বর্ষণ!

দক্ষিণবঙ্গ যেখানে কার্যত বানভাসী, সেখানে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আলিপুরদুয়ার ও কোচবিহারে কোনও কোনও জায়গায় ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে সোমবার বিকেলের আবহাওয়ার পূর্বাভাসে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শুধু সোমবারই নয়, মঙ্গলবার সকালেও বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বর্ষণের পূর্বাভাস তেমনভাবে কিছু নেই উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়।

 ভাসছে কলকাতার একাংশ

ভাসছে কলকাতার একাংশ

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করছে। এদিকে, রবিবার রাতের প্রবল বর্ষণের জেরে শহর কলকাতায় জল-জট শুরু হয়েছে। সল্টলেকের একাংশে প্রবল বর্ষণের জেরে জল দাঁড়িয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, সোমবার সারাদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানা গিয়েছে। রবিবার রাতের বর্ষণের রেশ ধরে সোমবার সকালেও বহু জায়গায় বর্ষণ হচ্ছে। আজ গোটা দিন শহরে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।

Recommended Video

নিম্নচাপের ভ্রুকুটিতে জলমগ্ন কলকাতা সহ একাধিক জেলা |oneindia Bengali
 বেশ কয়েকটি জেলায় হবে বর্ষণ

বেশ কয়েকটি জেলায় হবে বর্ষণ

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বর্ষণের সম্ভাবনা দেখা গিয়েছে। এদিকে, জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগের একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে ওড়িশার দিকে যাচ্ছে। আগামী ২ থেকে ৩ দিনে তা আরও এগিয়ে যাবে। আরও একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এদিকে, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা । সব মিলিয়ে তার প্রভাবেই বাংলার বিভিন্ন প্রান্ত ভাসছে।

 কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন

কলকাতার একাধিক রাস্তা জলমগ্ন

উল্লেখ্য, কলকাতার একাধিক রাস্তা ইতিমধ্যেই রাতভরের বৃষ্টিতে জলমগ্ন হতে শুরু করেছে। রবিবার রাত ১ টা থেকে ধাপায় বৃষ্টি হয়েছে, ১৩৬ মিলিমিটার। উল্টোডাঙায় বৃষ্টি হয়েছে, ১১৬ মিলিমিটার, কালীঘাটে বর্ষণও বেশ গতি পেয়েছে। ফলে কালীঘাটে বৃষ্টি হয়েছে ১১৫ মিলিমিটার, তপসিয়ায় ১১৩ মিলিমিটার বর্ষণ হয়েছে। বালিগঞ্জে ১০৯ মিলিমিটার বর্ষণ হয়েছে। এদিকে, টানা বর্ষণে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে। পাতিপুকুর, উল্টোডাঙা, কাঁকুরগাছি আন্ডারপাস আপাতত জলমগ্ন। কলেজ স্ট্রিট, আহর্মস্ট্রিট, মুক্তরামবাবু স্ট্রিট, জল থইথই পরিস্থিতির মধ্যে চলে যায়।দক্ষিণ কলকাতায় সাদার্ন অ্যাভিনিউ, হাঙ্গার ফোর্ড স্ট্রিটেও জমে রয়েছে জল।

আরও বড় দুর্যোগের আশঙ্কা

আরও বড় দুর্যোগের আশঙ্কা

ঘূর্ণাবর্তের অবস্থান ও মৌসুমী অক্ষরেখার অবস্থানের জেরে রবিবার কলকাতায় টানা বর্ষণ হয়ে গিয়েছে। যার রেশ বা প্রভাব বড়সড় দুর্যোগ তৈরি করেছে। এদিকে, সোমবার পড়েছে পূর্ণিমা। ফলে তার জেরে শহরে ফের একবার বর্ষণ হতে পারে বলে মনে করা হচ্ছে। একদিকে, ঘূর্ণাবর্ত ও অন্যদিকে, পূর্ণিমার প্রভাবে রীতিমতো বিধ্বস্ত হতে পারে কলকাতা ও তার সংলগ্ন এলাকা। ফলে আবহাওয়ার খারাপ পরিস্থিতি আরও খানিকটা বাড়তে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে।

English summary
Heavy Rain Lashes out in Kolkata and surroundings. Weather forecast says, several low pressure and cyclonic circulations to Bring more Rain In West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X