Weather Update: বাংলার ওপরে ঘূর্ণাবর্ত, সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে
কলকাতা ও জেলায় জাঁকিয়ে শীত থাকলেও এদিন কলকাতার সঙ্গে জেলাগুলির ন্যূনতম তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার যেখানে কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, বুধবার তা বেড়ে হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।


উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকার সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী দুদিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে এর পরের ৩ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে ২৪ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুদিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস। এরপরের ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও পরে তা পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১২.২ (১০.৩)
বালুরঘাট ১৩.২ (১২.২)
বাঁকুড়া ১১.২ (৯.৭)
ব্যারাকপুর ১২ (১০.৪)
বহরমপুর ১০.৬ (১০.৪)
বর্ধমান ১১.৫ (১০)
ক্যানিং ১২.২ (৯.৮)
কোচবিহার ৮.৬ (৭.৮)
দার্জিলিং ৪.৪ (৫)
দিঘা ১১.৫ (৯.৪)
কলকাতা ১৩.২ ( ১১.৬)
মালদহ ১৪.৩ (১২.৭)
পানাগড় ১১.২ (১০.৯)
শিলিগুড়ি ৯.২ (৮.৪ )
শ্রীনিকেতন ১০.৮ (৭.১)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৩.৭ (২৪.১)
বালুরঘাট ২৪.৪ (২৪.৮)
বাঁকুড়া ২৪ (২৩.৭)
ব্যারাকপুর ২৪ (২৩.২)
বহরমপুর ২৭.৮ (২৭.৪ )
বর্ধমান ২২ (২৩ )
ক্যানিং ২২.২ (২২.৬)
কোচবিহার ২৭.৬ (২৮.২)
দার্জিলিং ১২.৮ (১৪ )
দিঘা ২৫.৫ (২৪.৩)
কলকাতা ২৪.১ (২২.৫)
মালদহ ২৩.৪ (২৩.৫)
পানাগড় ২৩.৬ (২৪.২)
পুরুলিয়া ২৪.৩ (২৩.৩)
শিলিগুড়ি ২৬.৩ (২৬.৭ )
শ্রীনিকেতন ২৩.৭ (২৩.৬)

বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী তিনদিন অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুরস মিজোরাম, ত্রিপুরা আগামী দুদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতে
পরপর দুই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে উত্তর-পশ্চিম ভারত এবং উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। ২৭ ডিসেম্বর নাগাদ কাশ্মীর ও হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ২৬ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীদড়, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থানে। ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে এই পরিস্থিতি তৈরি হতে পারে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার ও ঝাড়খণ্ডে।