Weather Update: তাপমাত্রা আরও ২-৪ ডিগ্রি কমবে, এবার কি জাঁকিয়ে শীত? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার আপডেট
রাত পোহালেই পৌষ মাস। অগ্রহায়নের শেষে বাংলায় স্থিতিশীল হয়েছে শীত (winter)। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ভারতের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া (Weather) দফতরের তরফ থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিন সমতলে সব থেকে কম তাপমাত্রা ছিল বাগডোগরায় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৮ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তার পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে। এদিনও দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা ছিল স্বাভাবিকে থেকে কম।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৪.৪)
বালুরঘাট (২৪)
বাঁকুড়া (২৪.২)
ব্যারাকপুর (২৫)
বহরমপুর (২৮.৪)
বর্ধমান (২৬.২)
ক্যানিং (২৪.৬)
কোচবিহার (২৭.৯)
দার্জিলিং (১৩)
দিঘা (২৬.৫)
কলকাতা (২৫.১)
মালদহ (২৪.৭)
পানাগড় (২৫.২)
পুরুলিয়া (২৪.৩)
শিলিগুড়ি (২৬.৫)
শ্রীনিকেতন (২৪.৫)

নামবে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারত এবং সংলগ্ন মধ্য ভারতে আগামী ৪-৫ দিনে তাপমাত্রা নামবে ২-৪ ডিগ্রির মতো। এছাড়াও পূর্ব ভারতের প্রায় সর্বত্র এবং মহারাষ্ট্রে তাপমাত্রা কমবে প্রায় ২-৩ ডিগ্রির মতো। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহ কিংবা অতিপ্রবল শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, সৌরাষ্ট্র, কচ্ছে। রাজস্থানে ১৮ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে, পশ্চিম উত্তর প্রদেশে ১৯ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে, গুজরাতে ১৯-২০ ডিসেম্বরের মধ্যে।
ঘন থেকে খুব ঘন কুয়াশা থাকতে পারে ১৭ ও ১৮ ডিসেম্বর পঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন জায়গায়। খুব সকালের দিকে গ্রাউন্ড ফ্রস্টের মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী ৪ দিন সৌরাষ্ট্র, কচ্ছ, পঞ্জাব, হরিয়ানায়।