Weather Update: শৈত্যপ্রবাহের সতর্কবার্তা! কেমন থাকতে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া, একনজরে পূর্বাভাস
পশ্চিমবঙ্গ জুড়েই আবহাওয়া শুকনো। মঙ্গলবারের থেকে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই এদিন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম। সকালের দিকে উত্তর কিংবা উত্তর পশ্চিমের শীতল (Winter) হাওয়া ছিল। আগামী কয়েকদিন একই আবহাওয়া চলার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।


উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকার সম্ভাবনা। আগামী দিন পাঁচেক সমতল এলাকায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৭ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী দিন পাঁচেকে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। এদিন দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা ছিল স্বাভাবিকে থেকে কম।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.৪
বালুরঘাট ২৪
বাঁকুড়া ২৪.২
ব্যারাকপুর ২৫
বহরমপুর ২৮.৪
বর্ধমান ২৬.২
ক্যানিং ২৪.৬
কোচবিহার ২৭.৯
দার্জিলিং ১৩
দিঘা ২৬.৫
কলকাতা ২৫.১
মালদহ ২৪.৭
পানাগড় ২৫.২
পুরুলিয়া ২৪.৩
শিলিগুড়ি ২৬.৫
শ্রীনিকেতন ২৪.৫

প্রভাব ফেলতে পারে পশ্চিমী ঝঞ্ঝা
জম্মু ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রূপে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। নতুন করে অপর একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে আফগানিস্তান এবং সংলগ্ন এলাকার ওপরে। এর প্রভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ- গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ-হিমাচল প্রদেশে আগামী তিনদিননে। উত্তরাখণ্ডে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৬-১৭ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর নাগাদ বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশে। আগামী ৫ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তামিলনাড়ু-পুদুচেরি-আন্দামান নিকোবর-কেরলে।
উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতে আগামী দুদিন ন্যূনতম তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

শৈত্যপ্রবাহের সতর্কবার্তা
আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত পঞ্জাবের কোনও কোনও জায়গায়, হরিয়ানা-চণ্ডীগড়-উত্তর রাজস্থানের কোনও কোনও জায়গায় ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পঞ্জাব, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় ১৬ ও ১৭ ডিসেম্বর নাগাদ ঘন কুয়াশা থাকতে পারে।