For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবহাওয়ার খবর: বৃষ্টির দাপুটে ইনিংস ফের শুরু উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গের জেলাগুলির জলছবি একনজরে

  • |
Google Oneindia Bengali News

রবিবাসরীয় উত্তরবঙ্গের ঘুম এদিন মেঘলা আকাশ আর বৃষ্টি দিয়েই শুরু হবে বলে গতকালই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। গত কয়েকদিনে দার্জিলিং এর পাহাড়ের সবুজ যখন প্রবল বর্ষণে ভিজে শহরের ঘুম ভাঙাচ্ছে, তখন শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পিচগলা রাস্তায় খানিকটা স্বস্তি ফিরিয়ে আনছে। এদিকে, দেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিক সতর্কতা জারি করে দিয়েছে আইএমডি। একনজরে দেখে নেওয়া যাক, দেশ থেকে রাজ্যের আবহাওয়ার বিভিন্ন খবর। আগামী কয়েকদিন বৃষ্টি ছবি কোনদিকে যেতে চলেছে , তার দিকেও দেওয়া যাক নজর।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বর্ষণ?

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বর্ষণ?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূ্র্বাভাস বলছে, ২৯ অগাস্ট রবিবার সকালের দিকে পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বর্ষণ হতে পারে। একইভাবে রবিবাসরীয় সকালে নদীয়ার বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুরের বহু এলাকা। এরপর সোমবার থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বর্ষণের পূর্বাভাস নেই। এছাড়াও আগামী কয়েকদিনের তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানা গিয়েছে।

টানা দু'দিন ধরে ভিজবে উত্তরবঙ্গ

টানা দু'দিন ধরে ভিজবে উত্তরবঙ্গ

সবুজ পাহাড়ের গা বেয়ে কখনও মেঘ নেমে আসে তো কখনও বৃষ্টি! এমনই অপরূপ উত্তরবঙ্গ রবিবার সকাল ও সোমবারও বর্ষণসিক্ত হতে থাকবে। আগামী ৩০ অগাস্টের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে র কোনও কোনও জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে কোথাও বজ্রবিদ্যুৎসহ হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই বর্ষণের হাত ধরে সেভাবে আবহাওয়ার কোনও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিকে, কলকাতা ও তার আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মূলত মেঘলা থাকবে এদিন। তবে তার মাঝেও দু এক পশলা বর্ষণ হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনাও রয়ে যাচ্ছে। কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সতর্কতা

দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সতর্কতা

এদিকে, কর্ণাটকের আগামী কয়েকদিন ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। চিক ম্যাগালুরু, হাসান, উত্তর কর্ণাটক, চামরাজনগর সহ বিভিন্ন জায়গায় কর্ণাটকে প্রবল বর্ষণের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দফতর। সেখানে হালকা বর্ষণের সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে আইএমডি সূত্রে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে হায়দরাবাদ ও তেলাঙ্গানার বিভিন্ন জায়গাকে নিয়ে। একটি ঘূর্ণাবর্তের সঞ্চার হতেই অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলাঙ্গানায় প্রবল বর্ষণের সম্ভাবনা থেকে যাবে বলে জানা যাচ্ছে। এদিকে রবিবাসরীয় দিল্লির বিভিন্ন অংশে এদিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়ে যাচ্ছে।

তৈরি হয়েছে নিম্নচাপ

তৈরি হয়েছে নিম্নচাপ

এদিকে, জানা যাচ্ছে, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের অদূরে উত্তর ও পশ্চিম সংলগ্ন ও মধ্য ও পশ্চিম সংলগ্ন এলাকায় নিম্নচাপ নতুন করে তৈরি হয়েছে। ফলে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই এলাকার সঙ্গে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। যে ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য ও পশ্চিম ভারতের দিকে যাবে।এই পরিস্থিতিতে ৩১ অগাস্টের মদ্যে ওড়িশা-অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, ফিরোজপুর, দিল্লি, গোয়ালিয়র, সিদ্ধি, ঝারসুগুদা হয়ে ওড়িশা ও অন্ধ্র উপকূলের নিম্নচাপের মধ্যে দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তার লাভ করছে। তা ধীরে ধীরে দক্ষিণের দিকে যাবে। ফলে আপাতত, ছত্তিশগড়, রাজস্থান, বিদর্ভ, সৌরাষ্ট্র সহ কঙ্কণ উপকূলেও বর্ষণের সম্ভাবনা প্রবল।

রাজ্যের বিভিন্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

রাজ্যের বিভিন্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.৩

বাঁকুড়া ২৫.৬

কোচবিহার ২৪.৪

দার্জিলিং ১৪.৬

ডায়মন্ডহারবার ২৬.৭

দিঘা ২৬.৫

দমদম ২৬.৬

জলপাইগুড়ি ২৪.১

কলকাতা ২৭

মালদা ২৭.১

 জন্মাষ্টমীতে কোন কোন এলাকায় বর্ষণ?

জন্মাষ্টমীতে কোন কোন এলাকায় বর্ষণ?

উল্লেখ্য, ৩০ থেকে ৩১ অগাস্টে গোটা দেশের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণ হতে পারে, বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এই ৩০ অগাস্টই রয়েছে জন্মাষ্টমী। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে,ছত্তিশগড়ে ৩০ অগাস্ট, মধ্যপ্রদেশে ৩১ অগাস্ট, পূর্ব রাজস্থানে ৩০ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। বিদর্ভ ও মারাঠাওয়াড়ায় ৩০ অগাস্ট নাগাদ বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
West Bengal Weather Forecast says , low pressure to be forme. That may Bring heavy Rain.Latest weather update predicts heavy Rain in Kolkata and West Bengal along with several states in India 29 August 2021 .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X