For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝেরহাট ব্রিজ-দুর্ঘটনায় আশঙ্কার মেঘ ক্রমেই দানা বাঁধছে, উঠে আসছে একাধিক তথ্য

কেউ বলছেন ,ব্রিজের নিচে নির্মানকর্মীদের বাড়িঘর ছিল। তাঁদের অস্থায়ী বাড়ি ছিল সেখানে। কর্মীদের খোঁজ খবর এখনও পর্যন্ত মেলেনি। অন্যদিকে আত্মীয়কে খুঁজতে এসএসকেএম আতঙ্কের মুখে ঢুকছেন অনেকেই।

  • |
Google Oneindia Bengali News

প্রত্যক্ষদর্শীরা কেউ বলছেন ,ব্রিজের নিচে নির্মানকর্মীদের বাড়িঘর ছিল। তাঁদের অস্থায়ী বাড়ি ছিল সেখানে। কর্মীদের খোঁজ খবর এখনও পর্যন্ত মেলেনি। অন্যদিকে আত্মীয়কে খুঁজতে এসএসকেএম আতঙ্কের মুখে ঢুকছেন অনেকেই।

কলকাতার বুকে ভয়াবহ পোস্তা উড়াল পুলের স্মৃতি এদিন ফিরিয়ে আনল মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা জানা না গেলেও, আহতের সংখ্যা ছয় ছাড়িয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। এই ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ে কোন তথ্য উঠে আসছে দেখে নেওয়া যাক।

হাসপাতালে ভর্তি অনেকে

হাসপাতালে ভর্তি অনেকে

কারোর অফিসের কর্মী , কারোর বা আত্মীয়, কলাকাত মাঝেরহাটে ব্রিজ দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই চেনা পরিচিতদের খোঁজ ভিড় জমছে অনেকের। অনেকে আবার এসেছেন আত্মীয়কে ভর্তি করতে। সন্ধ্যে নামতেই আশঙ্কার মেঘ আরও গাঢ় হচ্ছে কলকাতা জুড়ে।

উদ্ধারে সেনা

উদ্ধারে সেনা

ইতিমধ্যেই মাঝেরহাট ব্রিটজ দুর্ঘটনায় পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েছে রাজ্য পুলিশ ও সেনাবাহিনী। দমকলের একাধিক ইঞ্জিন রয়েছে ঘটনা স্থলে। ঘটনাস্থলে রয়েছে ক্রেন। বিভিন্ন ভাবে উদ্ধারের কাজ চলছে কলকাতার েই এলাকায়।

'কেউ আটকে নেই'

'কেউ আটকে নেই'

পুলিশের দাবি উদ্ধার কাজের পর জানা যাচ্ছে ব্রিজের নিচে কেউ আটকে নেই। এদিকে, মৃতের সংখ্যাও এখনও পর্যন্ত স্পষ্ট করে বলা হয়নি। তবে মৃতের সংখ্যা নিয়ে আশঙ্কা থেকে গিয়েছে।

চাপা পড়েছে কোন কোন গাড়ি

চাপা পড়েছে কোন কোন গাড়ি

বিভিন্ন ফুটেজ থেকে দেখা যাচ্ছে একটি ক্যাব, বেহালা রুটের বাস সহ একাধিক বাইক চাপা পডে়ছে ভেঙে যাওয়া ব্রিজের তলায়।

দুর্ঘটনার কারণ ঘিরে কিছু তথ্য

দুর্ঘটনার কারণ ঘিরে কিছু তথ্য

অনেকেই মনে করছেন প্রবল বৃষ্টি আর বহু দিনের পুরনো ব্রিজ এই দুটি ফ্যাক্টরই কাজ করেছে ব্রিজ ভেঙে পড়ার নেপথ্যে। তবে মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি গোটা বিষয়টি নিয়ে ইঞ্জিয়ারদের পর্যবেক্ষণের পরই সত্য জানা যাবে।

মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন?

মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন?

মাঝেরহাট দুর্ঘটনাকাণ্ডে পরিস্থিতি পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী ফিরহাজ হাকিম ও মেয়র শোভন চট্টোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী এদিন ছিলেন দার্জিলিং সফরে। সেখানে থেকে তিনি জানান, একজনের মৃত্যুও দুঃখজনক। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানার পর, তাদের সাহায্যে বিষয়টি সম্পর্কে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

English summary
latest updates on kolkata majergat Bridge collapse incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X