ডিজের বাজিয়ে উদ্দাম নাচাগানায় দাদুর শেষকৃত্য সম্পন্ন করল নাতিরা
মৃত্যুর আগে তিনি নাকি নাতিদের বলেছিলেন যে তিনি মারা গেলে তারা যেন আনন্দ করে তার মৃতদেহ দাহ করে। তাই বৃহস্পতিবার যখন সিউড়ির আনন্দপুর ডাঙালপাড়ার ৯২ বছরের শংকর চরণ মালের দেহ দাহ করতে নিয়ে যাওয়া হয় তখন নাতিরা ডিজে বক্স বাজিয়ে নাচতে নাচতে তার দেহ দাহ করতে নিয়ে যায়।

বক্রেশ্বর শ্মশানে যখন দাহ করা হয় তখনও নাচছিল নাতিরা। এই দেখে সিউড়ির বাসিন্দারা ও দাহ করার সময়ে শ্মশানে থাকা অন্যরাও চমকে গিয়েছেন। কারণ কেউ এইভাবে বক্স বাজাতে বাজাতে, নাচতে ও আনন্দ করতে করতে কাউকে দাহ করতে নিয়ে যেতে দেখেনি।
হিন্দুদের কেউ মারা গেলে খোল, করতাল নিয়ে কীর্তন করতে করতে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেটাই এখন রীতি।
কিন্তু সিউড়ির বাসিন্দারা এদিন অন্য দৃশ্য দেখতে পেলেন। তারা কিছুতেই মেনে নিতে পারছেন না এই ঘটনা।
শঙ্কর চরণ মাল অবসর প্রাপ্ত সরকারি কর্মী ছিলেন। তার দশ মেয়ে ও ২৪ জন নাতি। বুধবার রাতে মৃত্যু হয়েছে তার। এদিন সকালে রীতিমতো ডিজে বক্স বাজিয়ে নাচতে নাচতে তার দেহ দাহ করতে নিয়ে যায় তার নাতিরা।
মৃতের মেয়ের জামাইরা বলেন, 'দাদুর ইচ্ছে মতোই নাতিরা এদিন আনন্দ করে তাদের দাদুর দেহ দাহ করতে নিয়ে গিয়েছে।'