For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাধ্যমিকের খাতা রিভিউ ও স্ক্রুটিনি করার শেষ দিন ১৭ অগাস্ট

  • By Avik
  • |
Google Oneindia Bengali News

আগামী ১৭ আগস্ট পর্যন্ত মাধ্যমিকের দফতরে আবেদন করা যাবে মাধ্যমিকের খাতা রিভিউ ও স্কুটিনি। তবে এবছর স্কুটিনি ও রিভিউ করার আবেদন পত্রে পরীক্ষার্থীর বদলে আবেদন করতে হবে অভিভাবকদের। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিকের খাতা রিভিউ ও স্ক্রুটিনি করার শেষ দিন ১৭ অগাস্ট

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি স্কুলে পরীক্ষার্থীরা কোন বিষয়ে রিভিউ এবং স্ক্রুটিনি করতে চান তা লিখে একইসঙ্গে পরীক্ষার্থীর নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর সহ একটি আবেদনপত্র অভিভাবকদের স্বাক্ষর করে তা স্কুলে জমা দিতে হবে। এরপরে স্কুল কর্তৃপক্ষ ওই আবেদন পত্র গুলিকে ১৭ আগস্ট এর মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এর আঞ্চলিক দফতরে জমা দেবেন। শুক্রবার থেকেই সেই আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু করেছে স্কুলগুলি।

এবছর করোনা আবহে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশেও বেশ কিছুদিন দেরি হয়েছে। এই করোনা পরিস্থিতিতে যাতে পরীক্ষার্থীরা স্কুলে না আসে তাদের স্বাস্থ্যবিধির কথা মেনে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল এবারে অভিভাবকদের হাতে দেওয়া হবে পরীক্ষার রেজাল্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেইমতোই এবছর অভিভাবকরাই স্কুটিনি ও রিভিউ করার আবেদন করতে পারবেন।

English summary
Last day to submit review or scrutiny of madhyamik answer sheets is on 17th august
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X