For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত নির্বাচনের আগে শালবনীতে উদ্ধার ল্যান্ডমাইন, মিলেছে মাওবাদী পোস্টার

পঞ্চায়েত নির্বাচনের ঠিক ২ দিন আগেই পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হল ল্যান্ডমাইন। এদিন নির্বাচনী প্রচারের শেষদিনে ল্যান্ডমাইনটি উদ্ধার হয় পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনের ঠিক ২ দিন আগেই পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হল ল্যান্ডমাইন। এদিন নির্বাচনী প্রচারের শেষদিনে ল্যান্ডমাইনটি উদ্ধার হয় পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুধু ল্যান্ডমাইনই নয়, উদ্ধার হয়েছে একটি মাওবাদী পোস্টারও।

পঞ্চায়েত নির্বাচনের আগে শালবনীতে উদ্ধার ল্যান্ডমাইন, মিলেছে মাওবাদী পোস্টার

সূত্রের দাবি, শালবনীর জাড়ায় একটি কালভার্চের নিচ থেকে উদ্ধার হয় ল্যান্ডমাইনটি। সঙ্গেও পাওয়া যায় একটি মাএবাদী পোস্টার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে যায় প্রশাসন। ঘটনাস্থলের উদ্দেসে রওনা হয় বম্ব স্কোয়াড। পঞ্চায়েত নির্বাচনের আগে এমন ঘটনায় রীতিমত ত্রস্ত এলাকা। এদিকে, নিরাপত্তা আঁটো সাঁটো করতে ভিনরাজ্য থেকে এরাজ্যে ঢুকছে মাওদমনে বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচন ঘিরে সাজো সাজো রব রাজ্য়ে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বড় প্রসঙ্গ হল নিরাপত্তা। প্রার্থী দিরে নিরাপত্তা থেকে মনোনয়ন ঘিরে নিরাপত্তা বার বার পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উঠে এসেছে সংবাদ শিরোনামে। যার জেরে ভোট প্রক্রিয়া ঘিরে মামলা গড়িয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্ট। ভোটে অশান্তি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েও দিয়েছে আদালত। নিজের রায়ে বেশ কিছু কড়া পদক্ষেপের নির্দেশ এসেছে হাইকোর্টের তরফে।

English summary
Landmine recovered at Shalboni before panchayat election in west Bengal .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X