For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জমি মাফিয়ারা মমতার 'সামনেই'! বিধায়কের অভিযোগে চাঞ্চল্য

জমি মাফিয়ারা মুখমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিচ্ছে। এমনই অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার। অভিযোগ জানানোর পরও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে,এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে চলেছেন।

  • |
Google Oneindia Bengali News

জমি মাফিয়ারা মুখমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিচ্ছে। এমনই অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার। অভিযোগ জানানোর পরও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে, এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে চলেছেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফরের সময়, তাঁরই নির্দেশে গ্রেফতার করা হয়েছিল এক জমি মাফিয়াকে।

জমি মাফিয়ারা মমতার সামনেই! বিধায়কের অভিযোগে চাঞ্চল্য

শিলিগুড়ির প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত ছিলেন হিম্মত সিং চৌহান। তাঁর বিরুদ্ধে একাধিক সরকারি জমি ও বেসরকারি জমি হাতিয়ে নেওয়া ও বিক্রির অভিযোগ উঠেছিল। অভিযোগ, রাজনৈতিক প্রভাব থাকায় তাঁকে এতদিন গ্রেফতার করছিল না পুলিশ। অবশেষে অগাস্টের প্রথম সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর তাঁকে গ্রেফতার করা হয়। শিলিগুড়ি পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটেই লড়াই করেছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় বেশ কিছুদিন ধরে অভিযান চলেছিল। আর বেশ কয়েকজন জমি মাফিয়াকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও কংগ্রেস বিধায়কের অভিযোগ, সেই অভিযানে বাদ চলে গিয়েছে রাঘব-বোয়ালরা।

ব্লকের ভূমি সংস্কার দফতরের আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলেছেন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার। মূলত এঁদের মদতে সরকারি জমির হাতবদল হচ্ছে বলে অভিযোগ। এছাড়াও বেসরকারি জমি হাতবদলেও এঁরাই সাহায্য করছেন বলে অভিযোগ করেছেন এই কংগ্রেস বিধায়ক। সূত্রের খবর অনুযায়ী বিধায়কের আরও অভিযোগ, এইসব জমি মাফিয়ারা, উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নেন। কিংবা অনুষ্ঠান মঞ্চের আশপাশে ঘোরা ফেরা করতে দেখা যায়।

এর আগেও মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে চিঠি দিয়েছিলেন শঙ্কর মালাকার। তার মধ্যে কয়েকজন ধরাও পড়ে। অভিযোগ বেশিরভাগই অধরা থেকে গিয়েছে বলে অভিযোগ। তাই ফের জমি মাফিয়াদের নাম মুখ্যমন্ত্রীর কাছে পাঠাচ্ছেন তিনি।

English summary
Land mafias are participating in the Chief Minister's programme, alleged Congress MLA Shankar Malakar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X