For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ছেড়েই গর্জে উঠলেন লক্ষ্মণ, এবার কোথায় পাড়ি জমাবেন, দিলেন ভিডিও বার্তা

হলদিয়ার বেতাজ বাদশা লক্ষ্মণ শেঠ ক্ষমতা হস্তান্তরের পরই গুরুত্ব হারিয়েছিলেন দলে। দুর্নীতির কড়চায় বহিষ্কারও হতে হয়েছিল তাঁকে।

  • |
Google Oneindia Bengali News

হলদিয়ার বেতাজ বাদশা লক্ষ্মণ শেঠ ক্ষমতা হস্তান্তরের পরই গুরুত্ব হারিয়েছিলেন দলে। দুর্নীতির কড়চায় বহিষ্কারও হতে হয়েছিল তাঁকে। সিপিএমের ডাক সাইটে নেতা কালের নিয়মে ক্ষমতা হারিয়ে হয়ে গিয়েছিলেন বোতলবন্দি। সেই অবস্থা থেকে বিজেপিতে গিয়ে নতুন করে গুরুত্ব ফেরাতে চেয়েছিলেন, কিন্তু দুবছরেই মোহভঙ্গ হল তাঁর।

বিজেপি ছেড়েই গর্জে উঠলেন লক্ষ্মণ

পদ্ম-কাণ্ডে ইতি ঘটানোর পরই বিজেপি বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের অভিযোগ আনলেন। রবিবার এক হাজারেরও বেশি কর্মীকে নিয়ে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে তিনি বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির প্রতিবাদে গর্জে উঠলেন।

দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন কেন তিনি বিজেপির সঙ্গে মানিয়ে নিতে পারেননি। বললেন, ওই দলে কাজ করার মতো পরিবেশ নেই। তবে তিনি স্পষ্ট করেননি, এবার কোন দলে যেতে চান। রাজনৈতিক মহলের জল্পনা, এবার কংগ্রেসের নাম লেখাতে পারেন লক্ষ্মণ।

এদিন বিজেপি ছেড়ে তিনি বলেন, নতুন-পুরনো লড়াই তাঁকে দলে কাজ করতে দেয়নি। এই দুই বছরে আমার মনে হয়েছে, বিজেপি মানুষের কথা ভাবে না। বিজেপিতে থেকে আমি রাম-রহিমের মধ্যে বিভেদ বাঁধাতে পারব না। তাই দল ছাড়ছি। ফের নতুন করে শুরু করতে চাই। পাশে থাকতে চাই মানুষের।

English summary
EX MP Lakshman Seth attacks against BJP and complains of Religious division. EX CPM MP Lakshman Seth leaves BJP after two years of joining. He can join in Congress now.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X