For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ে প্রবল বর্ষণ, দার্জিলিংয়ে ধসে মৃত প্রবীণ দম্পতি

দক্ষিণবঙ্গে এখনও তেমন বর্ষার রুদ্ররূপ দেখা না গেলেও উত্তরবঙ্গে কিন্তু প্রবল বর্ষণ চলছে। তিস্তা, তোর্ষা সহ সব নদীতেই জলস্তর বাড়তে শুরু করেছে।

Google Oneindia Bengali News

দক্ষিণবঙ্গে এখনও তেমন বর্ষার রুদ্ররূপ দেখা না গেলেও উত্তরবঙ্গে কিন্তু প্রবল বর্ষণ চলছে। তিস্তা, তোর্ষা সহ সব নদীতেই জলস্তর বাড়তে শুরু করেছে। পাহাড়ের মাটি আলগা হয়ে ধস নেমেছে একাধিক জায়গায়। সোমবার দার্জিলিংয়ের পুবুং ফটকে ধস নেমে মৃত্যু হয়েছে দুই দম্পতির।

পাহাড়ে প্রবল বর্ষণ, দার্জিলিংয়ে ধসে মৃত প্রবীণ দম্পতি

কুমার লেপচা(‌৬০)‌ এবং তাঁর স্ত্রী বালকুমারী লেপচা(‌৫৫)‌ ধসে চাপা পড়ে মারা যান বলে সূত্রের খবর। প্রবল বর্ষণের কারণে ভোর রাত ২টো নাগাদ ধস নামে ওই এলাকায়। প্রথমে স্থানীয় বাসিনদারাই উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিস ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দমকল বাহিনী ধসের স্তুপ সরিয়ে কুমার লেপচা এবং তাঁর স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

কয়েকদিন আগেও প্রবল বর্ষণে সিকিমে ধস নেমে বন্ধ হয়ে গিয়েছিল রাস্তা। আটকে পড়েছিলেন বহু পর্যটক। তাঁদের মধ্যে রাজ্যের বহু পর্যটকও ছিলেন।

English summary
L‌andslide at Darjeeling, two elderly people died
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X