For Quick Alerts
For Daily Alerts
সিবিআই তদন্ত প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, প্রধানমন্ত্রীকে চিঠি কুণালের

এর আগে কুণালবাবু অভিযোগ করেছিলেন, রাজ্যের শাসক দলের কয়েকজন নেতা, সাংসদ ও মন্ত্রী সারদা কেলেঙ্কারিতে যুক্ত। আর তাঁদের বাঁচাতেই রাজ্য পুলিশের তদন্তকারী দল বা সিট তথ্যপ্রমাণ লোপাট করছে। এমনকী মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সারদা গোষ্ঠীর থেকে সুবিধা নিয়েছেন বলে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ। সিবিআই তদন্ত শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু এখন সেই তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি।
কুণালবাবু তাঁর চিঠি বলেছেন, প্রধানমন্ত্রী যেন বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেন এবং সিবিআইকে নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে যেতে বলেন। কারণ তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন, তদন্ত প্রভাবিত করার কাজ সফল হলে রাঘববোয়ালরা বহাল তবিয়তেই থেকে যাবেন। তাই শক্ত হাতে হাল ধরুন প্রধানমন্ত্রী।